কিবা অপরূপ বেশ ধনী যে সাজিল সব বেশ হৈল পয়োধরে দাগা দিল।। ভাবিতে ভাবিতে ধনী অনুমান করি। ধবলীর বৎস এক লয় কোলোপরি।। ছাপাইয়া পয়োধর বুকের কাঁচলি। আনন্দে চলিলা রাই মিলিতে মুরারি।। রাধা-কুণ্ড-তীরে আসি দিলা দরশন। সুবল দেখিয়া শ্যামের চমকিত মন।। কহ রে কহ রে সুবল তব কথা শুনি। কি লাগিয়া নাহি আইল রাধা বিনোদিনী।। সুবল […]
keyboard_arrow_right