কিবা অপরূপ বেশ ধনী যে সাজিল
সব বেশ হৈল পয়োধরে দাগা দিল।।
ভাবিতে ভাবিতে ধনী অনুমান করি।
ধবলীর বৎস এক লয় কোলোপরি।।
ছাপাইয়া পয়োধর বুকের কাঁচলি।
আনন্দে চলিলা রাই মিলিতে মুরারি।।
রাধা-কুণ্ড-তীরে আসি দিলা দরশন।
সুবল দেখিয়া শ্যামের চমকিত মন।।
কহ রে কহ রে সুবল তব কথা শুনি।
কি লাগিয়া নাহি আইল রাধা বিনোদিনী।।
সুবল বোলেন কানাই তোমার ধবলী।
তার পুষ্প-বন ভাঙ্গি খায়্যাছে কদলী।।
অরুণ নয়ন গায় বসন নাহি লয়।
আমাকে দেখিয়া সে যে কুবচন কয়।।
এতেক কহিয়া রাই বৈসে শ্যামের পাশে।
গদগদ স্বরে কহে জয়চন্দ্র দাসে।।