কুচপর হাত ধয়লি বলী।
কমল গরাশল কমলকলি।।
অধরে অধরে কিয়ে লাগল দন্দ।
কমল পীয়ে কি কমল মকরন্দ।।
এত বুঝি কিঙ্কিণি করত ফুকার।
রাজা মদন না করয়ে বিচার।।
দৃঢ় পরিরম্ভণে হিয়ে হিয়ে লাগে।
টুটুল হার লাজ ভয় ভাগে।।
শ্রমজলে পুরিত ভেল দুঁহু দেহা।
জনু ঘন বিজুরি ভৈগেল নব লেহা।।
একহি মানস একহি পরাণ।
পহিল মিলন হোয়ল রাধা কান।।
এত জানি মনমথ করল বিবেক।
আনি করল দুহুঁ তনু তনু এক।।
কহে হরিবল্লভ আর কি বিচার।
এ দুহুঁ মুরতি রস অবতার।।