উঠ উঠ প্রাণ-নাথ মুঞি বড় অভাগী।
চরণে রাখহ নাথ এই বর মাগি।।
তোমা বিনে অনাথিনীর আর কেহ নাই।
অবশেষে পদ-তলে মোরে দিও ঠাঁই।।
তোমার চরণে থাকি হইয়া নূপুর।
চরণ তুলিতে বাদ্য কর সুমধুর।।
যোগী মুনি আদি যত চরণ ধেয়ায়।
ব্রহ্মাদি দেবতা যার অস্ত নাহি পায়।।
হেন চরণারবিন্দে রাখ প্রাণনাথ।
কোন কালে না ছাড়িহ অনাথিনীর সাথ।।
এত শুনি আনন্দিত নন্দের নন্দন।
দরিদ্রে পাইল যেন ঘট-ভরা ধন।।
জয়চন্দ্র দাসে বোলে করি নিবেদন।
দোঁহ-পদতলে যেন থাকি সর্ব-ক্ষণ।।