কাঞ্চন বরণ গৌর তনু মোহন
প্রেমে আকুল দুই নয়ন ঝরে।
করিকর ললিত আজানুলম্বিত
ভূজযুগ শোভিত পুলকভরে।।
শ্রীশচীনন্দন চৈতন্য নাম।
জয় জগতারণ কারণধাম।।
নিজ গুণ কীর্ত্তন নটন অনুক্ষণ
নাহি পরাপর ভাব-ভরে।
শিব শুক নারদ ব্যাস বিশারদ
রঙ্গে সব খণ সঙ্গে ফিরে।।
চুয়া চন্দন অঙ্গে বিলেপন
রূপসুধাকর মোহ করে।
জ্ঞানদাস কহ গৌর কৃপাময়
হেরইতে কো জীব থেহ ধরে।।