কমলিনী বাণী সুকোমল জিনি
শুনিয়ে রসিক মণি।
গদ গদ স্বরে কাতর অন্তরে
কহে জোড় করি পাণি।।
পিরীতি কি জানি ফিরি বনে বনে
গোধন পালন মতি।
তুমি প্রেমধাম প্রেমময়ী নাম
মুরতি পিরীতিবতি।।
প্রেমরসকূপ রসের স্বরূপ
তুমি প্রণয়ের ধাতা।
প্রেমের উদয় তোমা হতে হয়
তুমি প্রেমধন দাতা।।
বেদস্তুতি যত সেহ বিনিন্দিত
মধুর ভর্ৎসনে তোর।
তোর প্রেমরীতে নাগরালি ইথে
বাড়ে কত শত মোর।।
জনমে কখনো কাহারো অধীন
ঋণী নহি কারো ধনি।।
এহেন সুলেহ দিয়া নিজ দেহ
তুমি করিয়াছ ঋণী।।
তুমি কহ ধনী কিরূপে অঋণী
হইব পুরিবে আশ।
গৌর হবে যবে শোধ যাবে তবে
কহয়ে আনন্দ দাস।।