বরিখে রিমি ঝিমি সঘনে যামিনী দামিনী ঝটকাই রে। রাগে অভিসরি সঙ্গে সহচরি চলল সুন্দরী রাই রে।। চলিতে অহিকুল চরণে বেঢ়ল আন্ধ পিছলিতে পন্থ রে। গিরত শত বেরি উঠিয়া ধাওত ভেটিতে গোকুল-চন্দ রে।। সঘনে বরিখনে ভিজল কামিনি তিতল আ-পদ অঙ্গ রে। বাদল-বারি নি- বারি কর-তলে তবহুঁ গতি নহে ভঙ্গ রে।। সকল সঙ্কট জিতল কামিনি বিঘন কি […]
keyboard_arrow_right