• ধনি তিলেক ডাড়াঞা রয়্য
    ধনি তিলেক ডাড়াঞা রয়্য। আমি একা প্রাণ যমুনা দুকান বুঝিঞা বচন কয়্য।। তোর কুচগিরি মোর ভাঙ্গা তরী কেমনে সহিবে ভার। তেজিঞা বসন মণি আভরণ চাপ দেখি একবার।। নিতি নিতি যাও কিছুই না দাও আজু না ছাড়িব আর। আগে কর পণ ও নব যৌবন তবে সে করিব পার।। হৃদয়ে করিঞা তোমারে ধরিঞা তরণী বাহিব জলে। দীনবন্ধু […] keyboard_arrow_right
  • ধনী তুমি রাজার যোগানি যদি
    ধনী তুমি রাজার যোগানি যদি। যমুনার ধারে বল বারে বারে ভয়ে শুখাইবে নদী।। কংসের বড়াই মোর কাছে নাই তাথে কিবা মোর হয়। আমি শিশুমতি তোমরা যুবতি দেখিঞা লাগিছে ভয়।। তোমা হেন নিধি মিলাইল বিধি কি ধন মাগিব আর। সরল হইঞা নাএ চাপসিঞা অমনি করিব পার।। তোমার লাগিঞা তটে তরী লঞা বেলা গেল মিছা পাকে। দীনবন্ধু […] keyboard_arrow_right
  • শুন হে নূতন নায়্যা
    শুন হে নূতন নায়্যা। নাহি জান তুমি রাজার যোগানি আমরা গোপের মায়্যা।। অঙ্গ মোড়াইঞা আঁখি ঢুলাইঞা হাসিঞা কহিছ কথা। হেন শঠপনা করে কোন জনা শুনিঞা লাগএ বেথা।। ইহা শুনে যদি মধুপুর-পতি পাইবে উচিত ফল। পার কর‍্যা দিঞা ভরম লইঞা যাও আপনার ঘর।। পণের লাঘব করি অনুভব আইলাম তোমার পাশে। এ কি বিপরীত তোমার চরিত শুনি […] keyboard_arrow_right
  • হেদে বড়াই কি বলে নায়ার কালা
    হেদে বড়াই কি বলে নায়্যর কালা। হেন উঠে তাপ দহে দিঞা ঝাঁপ এড়াইব সব জ্বালা।। নয়ন নাচাঞা হাসিঞা হাসিঞা কহে কত ছলে কথা। যেন নিজ পতি দেখি হেন মতি মরমে লাগএ বেথা।। আমরা যুবতি কুলবতি সতি কহিতে বাসিএ লাজ। মুখ ঝাঁপি রহ উচিত না কহ কেমন তোমার কাজ।। রাজকন্যা আমি কংসের যোগানি মথুরা নগর কাছে। […] keyboard_arrow_right
  • হেদে হে নায়্যর কালা
    হেদে হে নায়্যর কালা। পার কর‍্যা দাও যাইব গোকুল উছর হইল বেলা।। তরণী লইঞা আছ ডাড়াইঞা অগাধ যমুনাজলে। তীরে লোক ডাকে কেনে মিছা পাকে না আস্য ঘাটের কূলে।। আমরা যুবতি কুলবতি সতী কহিতে সরম লাগে। পার কর‍্যা দাও বেতন যা চাও ধরিব তোমার আগে।। পার‍্যাইব নদী তোমার অবধি ডাড়াইঞা আছি ঘাটে। দীনবন্ধু কয় করিঞা বিনয় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ