ধনি তিলেক ডাড়াঞা রয়্য।
আমি একা প্রাণ যমুনা দুকান
বুঝিঞা বচন কয়্য।।
তোর কুচগিরি মোর ভাঙ্গা তরী
কেমনে সহিবে ভার।
তেজিঞা বসন মণি আভরণ
চাপ দেখি একবার।।
নিতি নিতি যাও কিছুই না দাও
আজু না ছাড়িব আর।
আগে কর পণ ও নব যৌবন
তবে সে করিব পার।।
হৃদয়ে করিঞা তোমারে ধরিঞা
তরণী বাহিব জলে।
দীনবন্ধু কয় হেন মনে লয়
বজর পড়িল কুলে।।