তুমি ত নাগর রসের সাগর
কথায় নাহিক পারি।
চরণে ধরিয়ে মিনতি করিয়ে
কুঞ্জ হতে যাও হরি।।
ক্রোধে কহে বিনোদিনী।
আমি ত অবলা হৃদয় সরলা
ভালমন্দ নাহি জানি।।
এতেক চাতুরী কেনে কর হরি
ধূর্ত্তপনা গেল জানা।
তোমার পিরীত হইল বেকত
না করহ ঢিটপনা।।
নবীন রসের রসিক হয়েছে
চন্দ্রাবলী যার নাম।
তাহার নিকট করহ চাতুরী
মোর কাছে কিবা কাম।।
শুন সখীগণ আমার বচন
ধরিয়া শ্যামের করে।
কুঞ্জ হতে মোর বাহির করহ
বৃন্দাবন কহে ধীরে।।