গৌর গোবিন্দগুণ শুন হে রসিক জন বিষ্ণুমহাবিষ্ণুপর পঁহু। যাঁর পদনখদ্যুতি পরম ব্রহ্মের স্থিতি সুরমুনি গণের প্রাণ তহুঁ।। অন্তরে বরণ ভিন্ন বাহিরে গৌরাঙ্গ চিহ্ন শ্রীরাধার অঙ্গকান্তি রাজে। শতদল কমল হেমকর্ণিকার মাঝে বিহরই চারি দ্বারী সাজে।। গোলোক বৈকুণ্ঠ আর শ্বেতদ্বীপ নামে সার আনন্দ অপার এক নাম। বাসুদেব সঙ্কর্ষণে প্রদুম্নাানিরুদ্ধ সনে চারি দিকে সাজে চারি ধাম।। ক্ষীরোদসাগরজলে ভুজঙ্গরাজের […]
keyboard_arrow_right