গূঢ়রূপে রাম পুরে নিজ কাম
অনঙ্গমঞ্জরী হৈয়া।
রাসরস কাজে বৈসে ব্রজ মাঝে
আনন্দে গোবিন্দ লৈয়া।।
হরি হরি কে বুঝে রামের রীত।
পুরুষ প্রকৃতি অনন্ত মূরতি
ধরি পহুঁ করে প্রীত।।ধ্রু।।
রাইয়ের ভগিনী অনুজা আপনি
পিন্ধন নীলিম বাস।
বসন্ত কেতকী জাতী যূথী জিতি
মৃদুল মৃদুল ভাষ।।
সখ্য দেহে সখা দাস্যে দাস লেখা
বাৎসল্যে বালকপ্রায়।
দাস বৃন্দাবন মানসরতন
বুঝিয়া সোঁপল তায়।।