জয় জয় অদভুত সো পঁহু অদ্বৈত
সুরধুনী সন্নিধানে।
আঁখি মুদি রহে প্রেমে নদী বহে
বসন তিতিল ঘামে।।
নিজ পঁহু মনে ঘন গরজনে
উঠে জোরে জোরে লম্ফ।
ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি
দেহে বিপরীত কম্প।।
অদ্বৈত হুঙ্কারে সুরধুনীতীরে
আইলা নাগররাজ।
তাহার পিরীতে আইলা তুরিতে
উদয় নদীয়া মাঝ।।
জয় সীতানাথ করল বেকত
নন্দের নন্দন হরি।
কহে বৃন্দাবন অদ্বৈতচরণ
হিয়ার মাঝারে ধরি।।