গৌরাঙ্গসুন্দর নাচে।
শিব বিরিঞ্চির অগোচর প্রেমধন
ভাবে বিভোর হৈয়া যাচে।।ধ্রু।।
রসের আবেশে অঙ্গ ঢর ঢর
চলিতে আলাঞা পড়ে।
সোনার বরণ ননীর পুতলী
ভূমে গড়াগড়ি বুলে।।
শুনিয়া পূরব নিজ বৈভব
বৃন্দাবন-রসলীলা।
কীর্ত্তন-আবেশে প্রেমসিন্ধু মাঝে
ডুবিলা শচীর বালা।।
হেন অবতারে যে জন বঞ্চিত
তারে করু কৃপালেশে।
শ্রীকৃষ্ণচৈতন্য ঠাকুর নিত্যানন্দ
গুণ গায় বৃন্দাবন দাসে।।