একদিন ধনী নিকুঞ্জে বসিয়া
গাঁথয়ে ফুলের হার।
মল্লিকা মালতী পুষ্প নানা জাতি
নাম লব কত তার।।
শ্যামে না দেখিয়া মনেতে ভাবিয়া
দূতীরে কহিছে বাণী।
শ্যামচান্দ বিনে মিছাই সকল
বন্ধুরে আন গা তুমি।।
মদনে পীড়িত তনু জর জর
সে শ্যাম নাগর বিনে।
মাথে হাত দিয়ে দূতীরে কহয়ে
মিলাও শ্যামের সনে।
মধুর বচনে রাইকে তুষিয়ে
গমন করিলা দূতী।
কহে বৃন্দাবন আনন্দে মগন
চলিলা ত্বরিত গতি।।