উঠল নাগর বর নিদের আলিসে।
দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে।।
বাহু পসারিয়া ধনী বঁধু নিল কোরে।
অনিমিখ লোচনেতে বদন নেহারে।।
সুবাসিত জল আনি বদন পাখালে।
বদন মোছায় ধনী নেতের আঁচলে।।
যেখানে যা বিগলিত হৈয়াছিল বেশে।
সাজাইল প্রাণনাথে মনের আবেশে।।
হাসি হাসি এক সখী বাঁশী করে দিল।
বাঁশী বেশ পাইয়া নাগর হরষিত ভেল।।
জ্ঞানদাসেতে বলে বলিহারি যাই।
এমন দোঁহার প্রেম কভু দেখি নাই।।