উঠ গোপাল প্রাতঃকাল
মুখ নেহারি তের।
রজনী অব- সান ভই
কাম ভই মের।।
উঠত ভানু দেখত কানু
রোহিণেয় বলবীর।।
এই শ্রীদাম দাম সুদাম
সঙ্গীগণ তের।
পুরতো বেণু ধাওত ধেনু
আঙ্গিনা ভরল মের।।
নন্দরাণী পসারি পাণি
বালক লেই কোর।
মুখ নেহারি দুখ বিসরি
কিয়ে জানি সুখ ওর।।
শ্যামচন্দ্র চন্দ্র উদিত
নাশল হৃদি ঘোর।।
হেরিয়া বয়ান কহিছে নয়ান
উঠ কানাই মোর।।