• ( আজু )কাননে হেরি হেরি রহু ধন্দে
    (আজু) কাননে হেরি হেরি রহু ধন্দে। মনমথরাজ লাজ ভয় তেজাওল রমণী পড়লি রতি ফান্দে।। যুগল কিশোর ওর নাহি আরতি চোরি রভস রসরঙ্গে। দোহু ভুজ বেলী মেলি তনু তনু ভরি ডুবল মদন তরঙ্গে।। চম্পকে নীল নলিনী কিয়ে পৈঠল নীলনলিনী কিয়ে চম্প। কিয়ে দামিনী ঘন একহি তনুমন সুখসাগরে দেই ঝম্প।। এ সুখ রাতি মাতি রহু মাধব সখীজন […] keyboard_arrow_right
  • অঙ্গুলি ঘুরিয়া রাই মুরলী মধুর পূর
    “অঙ্গুলি ঘুরিয়া রাই মুরলী মধুর পূর শুনি যেন শ্রবণ পূরিয়া। দেহ ফুঁক ধীরে ধীরে অঙ্গুলি নাড়হ রাধে” তাহে শ্যাম দিছে দেখাইয়া।। “রাই, হের দেখ চেয়ে মোর পানে। রন্ধ্রে রন্ধ্রে ‘ও’ রা-ধ্বনি করের অঙ্গুলি ঢাক প্রথম রন্ধ্রেতে কর গান।।” এ বোল শুনিয়া রাই শ্যামে-মুখপানে চাই ফুঁক দিল সব রসগান । না উঠে কোনই গান ফাঁক ফুঁক […] keyboard_arrow_right
  • অঙ্গুলি ঘুরিয়া রাই মুরলী মধুর পূর
    অঙ্গুলি ঘুরিয়া রাই মুরলী মধুর পূর শুনি যেন শ্রবণ পূরিয়া। দেহ ফুক ধীরে ধীরে অঙ্গুলি নাড়হ রাধে তাহে শ্যাম দিছে দেখাইয়া।। রাই, হের দেখ চেয়ে মোর পানে। রন্ধ্রে রন্ধ্রে ‘ও’ রা-ধ্বনি করের অঙ্গুলি ঢাক প্রথম রন্ধ্রেতে কর গানে।। এ বোল শুনিয়া রাই শ্যাম-মুখপানে চাই ফুঁক দিল সব রসগান। না উঠে কোনই গান ফাঁক ফুঁক পড়ে […] keyboard_arrow_right
  • অধরসুধাকণ মিলিত সমীরণ
    অধরসুধাকণ মিলিত সমীরণ ভরি নবরন্ধ্র সুযন্ত্র। মনসিজ তন্ত্র বিচার বিশারদ গাওত মনসিজ মন্ত্র।। অপরূপ পেখলুঁ নটবররাজ। পরিসর শশধর রতনবেদি পর মদন মনোহর সাজ।।ধ্রু।। কলপদ সমুঝি নাম সঞে নিজ নিজ পরিহরি গুরুভয় লাজ। হেরি সুলম্পট রতিরণ প্রতিভট বেঢ়ল যুবতিসমাজ।। কেহো ভুজপাশ পশারল পীঠহি কেহো কুচগিরি দরশায়। ভুরুযুগ কাম- কামান ধুনাওত জোড়ি বিষম শর তায়।। ঈষৎ হাস- […] keyboard_arrow_right
  • অনুপম মন অভিলাষ
    অনুপম মন অভিলাষ। সঙ্কেত-কুঞ্জহিঁ শেজ বিছায়ই কানু মিলব প্রতিআশ।। মৃগমদ চন্দন গন্ধ-সুলেপন বিকসিত-চম্পক-দাম। কর্পূর তাম্বুল সম্পুট ভরি রাখয়ে পূরব মনরথ কাম।। মঙ্গল-কলস পর দেই নব পল্লব রম্ভা শোভে তছু ঠাম। রতন-প্রদীপ সমীপহিঁ জারল চামর-বিজন অনুপাম।। কত উপহার কুঞ্জ মাহা করলহি কানু মিলব প্রতিআশ। ঘর বাহির কত আয়ত যায়ত কি কহব বলরাম দাস।। keyboard_arrow_right
  • অপরূপ রাধা মাধব মেলি
    অপরূপ রাধা মাধব মেলি। দুহুঁ দোঁহা দরশনে আকুল অন্তর অমিয়া সায়রে ডুবি গেলি।।ধ্রু।। দুহুঁ দিঠি দুহুঁ মুখে অবধি নাহিক সুখে পুলকে পূরল দুহুঁ তনু। চৌদিগে সখীর ঠাট যৈছন চাঁদের হাট তার মাঝে শোভে রাধা কানু।। দোঁহার রূপের ফান্দে মদন পড়িয়া কান্দে সুধাকর কিরণ লুকায়। দোহাঁর মুখের বাণী অমিয়া অধিক শুনি সখীগণ শ্রবণ জুড়ায়।। দোহাঁর মাধুরী […] keyboard_arrow_right
  • অপরূপ গোরা নটরাজ
    অপরূপ গোরা নটরাজ। প্রকট প্রেম বিনোদ নব নাগর বিহরে নবদ্বীপ মাঝ।। কুটিল কুন্তল গন্ধ পরিমল চন্দন তিলক ললাট। হেরি কুলবতী লাজক মন্দির দুয়ারে দেয়ল কবাট।। করিবর কর জিনি বাহুর সুবলনী দোসরী গজমতি হারা। সুমেরু শিখর যৈছন ঝাঁপিয়া বহই সুরধুনী ধারা।। রাতুল অতুল চরণ যুগল নখমণি বিধু উজোর। ভকত ভ্রমরা সৌরভে আকুল বাসুদেব দত্ত রহু ভোর।। keyboard_arrow_right
  • আজু কি কহব রমণী সোহাগ
    আজু কি কহব রমণী সোহাগ। ধৈরজ লাজ ধরম ভয় সুতল জাগল অব অনুরাগ।। চললি নিতম্বিনী বিসরলি তনুমন পন্থ বিপন্থ না জানে। সহচরি বচন শুনত নাহি অতিশয়ে সম্ভ্রম মধুরস পানে।। তৈখনে কুসুমাবলী কুল তেজল কত কত শত অলি রাজে। অঙ্গ সুগন্ধ তিয়াসহি অনুসরু মদনকো বাজন বাজে।। নীল নিচোল হিলোলত লহু লহু মলয়জ অনিল তরঙ্গে। নবদামিনীসম চমকত […] keyboard_arrow_right
  • আজু পেখলুঁ ধনী-অভিসার
    আজু পেখলুঁ ধনী-অভিসার। জানি বিলম্ব তেজি পরিজনগণ আপহি করল শিঙ্গার।।ধ্রু।। মনসিজ অন্তরে মন্তর লেখল অঞ্জনে তিলকিত ভাল। মৃগমদে নয়ন কমলদলে আঁজন শোভাকর শরজাল।। যাবক রসে কুচ কলস রঙ্গাওল তাকর অতুল ভাণ্ডার। কিঙ্কিণী কণ্ঠে হার জঘনে ধরি তারক পাশ বিথার।। সংভ্রম ভরম- মহোদধি ডুবল চলল নিতম্বিনী রঙ্গে। কহে হরিবল্লভ মদন করব কিয়ে সঙ্গর পশুপতি সঙ্গে।। keyboard_arrow_right
  • আজু বনি নব অভিষেক গোবিন্দকি
    আজু বনি নব অভিষেক গোবিন্দকি। পরমানন্দ প্রেমসুখ কন্দকি।। ঝলকত নীলনলিনী মুখশোহা। হেরইতে অখিলভুবনমনমোহা।। গোরস দধি ঘৃত হলদিক নীরে। গাগরি ভরি ভরি ঢারই শিরে।। বাজত ঘণ্টা তাল মৃদঙ্গ। জয় দেই সুরনারীগণ রঙ্গ।। বলি বলি যাতহি চরণারবিন্দা। পরমানন্দকে পহুঁ শ্রীগোবিন্দা ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ