• কুসুমিত-কাননে শেজ বিছাই
    কুসুমিত-কাননে শেজ বিছাই। নিজ-তনু ছায়রি নিরখিতে রাই।। নাগর-ভরমে আদর বহু করই। না দেখি চকিত-নয়নে পুন রহই।। খেনে খেনে ভূষণ পরে পুন তেজ। খেনে খেনে বৈঠি বিছায়ত শেজ।। চন্দ্রশেখর কহে প্রেমক রীত। অদরশে দরশ করত পরতীত।। keyboard_arrow_right
  • সঙ্কেত-কাননে করি ফুল-শেজ
    সঙ্কেত-কাননে করি ফুল-শেজ। কানুক পাশে আপন সখি ভেজ।। তবহুঁ যো তাকর গমন-বিলম্ব। নিরখি কপোল করহি অবলম্ব।। চিত মাহা চিন্তা উপজল বহুধা। বাণী হরল মুখ ভৈগেল তবধা।। শত ডাকে উত্তর না দেয়ত রাই। চন্দ্রশেখর তাহে কহত বুঝাই।। keyboard_arrow_right
  • সঙ্কেত-কাননে যাই
    সঙ্কেত-কাননে যাই। শেজ বিছায়ল রাই।। শ্যাম-মন-মোহন-সাধা। বেশ বনায়ত রাধা।।ধ্রু।। চাঁচর চিকুর সঙারি। বেণি বনায়ল গোরি।। সীথঁহি সিন্দুর দেল। তিমিরে অরুণ উগি গেল।। সুললিত কুচ-যুগ মাঝে। মৃগমদ-পত্র বিরাজে।। অঞ্জনে নয়ন উজোর। শ্রুতি মণি-কুণ্ডল দোল।। নাসা-শিখরে সুভাতি। কনয়া-ঘটিত গজ-মোতি।। চিবুকহি মৃগমদ-বিন্দু। ঝলমল আনন-ইন্দু।। জগ-মন-মোহিনি বেশে। বৈঠলি কুঞ্জ-আবাসে।। চন্দ্রশেখর অনুমান। আজু ত মোহরি কান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ