• ওহে নিকরুণ কহিব কত
    ওহে নিকরুণ কহিব কত। অবলা পরাণে সহে কি এত।। না জানি কি কৈলে আঁখির ঠারে। সে সব কাহিনী কহিতে নারে।। হিয়ার মাঝারে করিয়া থানা। দিলে নিরমল কুলেতে হানা।। আহা মরি মরি কি হৈল তারে। দেখি কে ধৈরজ ধরিতে পারে।। নিরজনে নিজ সখীরে লইয়া। না জানি কি কহে শপথ দিয়া।। নিরবেদে ধনী না বাঁধে থেহা। নরহরি […] keyboard_arrow_right
  • হিমঋতু সময়ে সঙ্কেতকুঞ্জে ধনি
    হিমঋতু সময়ে সঙ্কেতকুঞ্জে ধনি তুয়া লাগি করত বিলাপ। ঘোর বিরহজরে জরজর মানস শিশিরহি থরথর কাঁপ।। রীতু বসন্ত বিবিধ ফুল বিকসিত ফাগুয়া খেলই রঙ্গে। সো বরনারি তোহারি লাগি ঝুরত রোয়ত সহচরি সঙ্গে।। গিরিষ সময়ে তনু গলি গলি পড়ু মহি ঘামই বিরহ-হুতাশে। বর্ষা ঋতু ভেল ঝরয়ে নয়নে জল দুখসায়রে ধনি ভাসে।। নিরমল শরদচাঁদ হেরি সো ধনি সোঙরিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ