• আজু মুঞি পেখনু রাই
    আজু মুঞি পেখনু রাই। দরশনে নয়নে নয়নশর হানল বিরস না ভেল মুখ চাই ।। গৌর বরণ তনু নীলপট উড়ল কুচযুগ কনয় কটোর। উরপর কুচক হার বিরাজিত যুবজন চিত চকোর।। বিপুল নিতম্ব জঘন অতি সুন্দর কেশরী জিনি কটিদেশে। কমল চরণযুগ যাবক রঞ্জিত জগজনমোহন বেশ।। পিঠশ্রী পরে বেণী বিরাজিত জনু ফণী চলতহি মণি ধরি পাশে। বিদগধ নাগরী […] keyboard_arrow_right
  • কানড় কুসুম কোমল কাঁতি
    কানড় কুসুম কোমল কাঁতি। মাথে মউর শিখণ্ডক পাঁতি।। আকুল অলিকুল রঙ্গনক মাল। চন্দন চান্দ বিরাজিত ভাল।। মদন মনোহর মূরতি কান। হেরি উনমতি যুবতিপরান।। ভাঙ বিভঙ্গিম লোচনলোর। নাসা উন্নত মোতিম জোর।। বঙ্কিম গীম অমিয়া মিঠি বোল। কাঞ্চন কুণ্ডল গণ্ডহিলোল।। মণিময় অভরণ অঙ্গ বিরাজ। পীত নিচোল তঁহি পরি সাজ।। অরুণ চরণে মণি-মঞ্জীর বায়। গোবিন্দদাস চিতে আন নাহি […] keyboard_arrow_right
  • নবযৌবনি ধনি চলু অভিসার
    নবযৌবনি ধনি চলু অভিসার। নবনব রঙ্গিণি রসের পসার।। নীলবসন রাধার শ্রীঅঙ্গে সাজে। কনক কিঙ্কিণি ঘন ঘন বাজে।। চরণেতে নূপুর বাজয়ে রনুঝনু। মদন বিবাদি হাতে ফুলধনু।। বৃন্দাবনে ভেটল শ্যামের রায়। নর নব কোকিল পঞ্চম গায়।। দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ভোর। গোবিন্দদাসের সুখের নাহি ওর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ