• একলা যাইতে যমুনা ঘাটে
    একলা যাইতে যমুনা ঘাটে। পদচিহ্ন মোর দেখিয়া বাটে।। প্রতি পদচিহ্ন চু্ম্বয়ে কান। তা দেখি আকুল বিকল প্রাণ।। লোকে দেখিলে কি বলিবে মোরে। নাসা পরশিয়া রহিলুঁ দূরে।। হাসি হাসি পিয়া মিলল পাশ। তা দেখি কাঁপয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • গদাধর অঙ্গে পহুঁ অঙ্গ মিলাইয়া
    গদাধর অঙ্গে পহুঁ অঙ্গ মিলাইয়া। বৃন্দাবনগুণগান বিভোর হইয়া।। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে বাহ্য নাহি জানে। রাধা ভাবে আকুল প্রাণ গোকুল পড়ে মনে।। অনন্ত অনঙ্গ জিনি দেহের বলনি। কত কোটি চাঁদ কাঁদে হেরি মুখখানি।। ত্রিভুবন দরবিত এ দোঁহার রসে। না জানি মুরারি গুপ্ত বঞ্চিত কোন দোষে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ