• কনকে কুসুম তোড়ি সব সখীগণ
    কনকে কুসুম তোড়ি সব সখীগণ সরস সমর করু তাই। মারত বদন নেহারি কুসুম পুন সোহত সব কর মাই।। কোকিল সমরক কেলি। নয়ন কিশোরি কিশোর নয়লবর ললিতা সখীজন মেলি।। মণিময় ভূষণ তনু অতি শোভন ঝন ঝন মঞ্জির বাজ। গোবিন্দদাস কহে রমণি-শিরোমণি জীতল মনমথরাজ।। keyboard_arrow_right
  • সজল নয়নে রয়নি জাগি
    সজল নয়নে রয়নি জাগি। সেবলোঁ চরণ হৃদয়ে লাগি।। দারুণ মদন যে দুঃখ দেল। মুরছি চেতন রতন লেল।। এ সখি এ সখি তুহুঁ সে জান। যৈছন সেবক নাগর কান।। খলক বচনরচনে রাই। নিঠুর হৃদয়ে ভৈ গেল তাই।। তুহুঁ সে যতেক কহলি হিতে। অহিত অহিত কয়লি চিতে।। অতয়ে সে ধিক্‌ মরম জানি।। বিজন আওলোঁ মরণ মানি। কাম […] keyboard_arrow_right
  • সহচরি অনুচরি করি অনুমান
    সহচরি অনুচরি করি অনুমান। দেহলি লাগি বুঝে রজনী সন্ধান।। জাগল নাহি দেখল এক লোক। সুখ সঞে শূতল নাহি দুখ শোক।। বাটক কন্টক সব ভেল দূর। সবে এক জাগয়ে মনমথ শূর।। নগর নীরব নিরজন বাট। দুরজন নয়নহিঁ লাগল কপাট।। শেখর কহতহিঁ পন্থ বিচার। অভিসর সুন্দরি ভয় নাহি আর।। keyboard_arrow_right
  • সে যে নাগর গুণের ধাম
    সে যে নাগর গুণের ধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।। অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।। যদি বা পুছয়ে বাণী। উলট করয়ে পানি।। কহিয়ে তোহারি রীতে। আন না বুঝিবি চিতে।। ধৈরয নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়।। keyboard_arrow_right
  • হাম সে অবলা হৃদয় অখলা
    হাম সে অবলা হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখাল আনি।। হরি, হরি, এমন কেনে বা হল। বিষম বাড়ব অনল মাঝারে আমারে ডারিয়া দিল।। বয়সে কিশোর অতি মনোহর অতি সুমধুর রূপ। নয়ন যুগল করয়ে শীতল অমিয়া রসের কূপ।। নিজ পরিজন সে জন আপন বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে পশিল […] keyboard_arrow_right
  • হাম সে অবলা হৃদয় অখলা
    হাম সে অবলা হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখালে আনি।। হরি, হরি এমন কেন বা হল। বিষম বাড়ব অনল মাঝারে আমারে ডারিয়া দিল।। বয়সে কিশোর রূপ মনোহর অতি সুমধুর রূপ। নয়নযুগল করয়ে শীতল বড়ই রসের কূপ।। নিজ পরিজন সে নহে আপন বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে পশিল পরাণে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ