হাম সে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া
বিশাখা দেখাল আনি।।
হরি, হরি, এমন কেনে বা হল।
বিষম বাড়ব অনল মাঝারে
আমারে ডারিয়া দিল।।
বয়সে কিশোর অতি মনোহর
অতি সুমধুর রূপ।
নয়ন যুগল করয়ে শীতল
অমিয়া রসের কূপ।।
নিজ পরিজন সে জন আপন
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি।।
চাহি ছাড়াইতে না পরি ছাড়িতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম-নবরসে
ঠেকিলা রাজার ঝি।।