• অকলঙ্ক পূর্ণচাঁদে কামিনী মোহন ফাঁদে
    অকলঙ্ক পূর্ণচাঁদে কামিনী মোহন ফাঁদে বদনে মদনগর্ব্বচূর্ণ। মৃদু মৃদু আধ ভাষা ঈষত উন্নত নাসা দাড়িম্ব কুসুম জিনি বর্ণ।। ঝরে নয়নারবিন্দে বাষ্পকণা মকরন্দে তারক ভ্রমর হরষিত। গভীর গর্জ্জন কভু কভু বলে হাহা প্রভু আপাদমস্তক পুলকিত।। প্রেমে না দেখয়ে বাট ক্ষণে মারে মালসাট ক্ষণে কৃষ্ণ ক্ষণে বোলে রাধা। নাচয়ে গৌরাঙ্গরায় সবে দেখিবার ধায় কর্ম্মবন্ধে পড়ি গেলুঁ বাঁধা।। […] keyboard_arrow_right
  • আর খেলে খেলা বাজিকর-বালা
    আর খেলে খেলা বাজিকর-বালা দেখায় পাণ্ডব-বংশ। ধর্ম্ম যুধিষ্ঠির ভীম সহোদর অর্জ্জুন ধরিল অংশ।। নকুল আকৃতি ধরিলা মূরতি সহদেব রূপ প্রায়। দেখিতে রাজার চিত মন হরে নয়নে দেখিল তায়।। ত্যজি আনরূপ ধরিল তখনি শিশুপাল -রূপ হয়। সূর্য্যবংশকুল ভগীরথগণ অজ আদি করি নয়।। নানা রাজকুল নানা অবতার দেখিলা অনেক খেলা। কহেন রাজন্‌– “আর কিবা জান কহ বাজিকরবালা।।” […] keyboard_arrow_right
  • আর খেলে খেলা বাজিকর-বালা
    আর খেলে খেলা বাজিকর-বালা দেখায় পাণ্ডব বংশ। ধর্ম্ম যুধিষ্ঠির ভীম সহোদর অর্জ্জুন ধরিল অংশ।। নকুল আকৃতি ধরিলা মূরতি সহদেব রূপ প্রায়। দেখিতে রাজার চিত মন হরে নয়ানে দেখিল তায়।। তেজি আনরূপ ধরিল তখনি শিশুপাল রূপ হয়। সূর্য্যবংশ কুল ভগীরথ-গণ অজ আদি করি নয়।। নানা রাজকুল নানা অবতার দেখিলা অনেক খেলা। কহেন রাজন্‌ ”আর কিবা জান […] keyboard_arrow_right
  • এ কথা জননী কিছুই না জানে
    এ কথা জননী কিছুই না জানে সঙ্গের সঙ্গতি গুণে। গোপত আখ্যান ইহা কে জানিব কেহ সে নাহিক জানে।। মূর্চ্ছিত কেশরী আপনা পাসরি পড়ল ধরণী মাঝে। যেমন সোণার প্রতিমা পড়ল অবনী মণ্ডল মাঝে।। কাঞ্চন বরণী সুবল মোহিনী দামিনী চমকে যেন। অগেয়ান হৈয়া সুধী নাহি রহে পড়ল কিশোরী তেন।। বিস্মিত হইলা ললিতা সুন্দরী অনঙ্গ মঞ্জরী কহে। ”আচম্বিতে […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া বৃকভানুরাজা
    এ বোল শুনিয়া বৃকভানুরাজা মগন হইলা চিতে। ”তোমারে কি দিয়া আমি সে তুষিব কি তোরে আছয়ে দিতে।। পরাণ কাড়িয়া দিই তোমা হাতে তুব সে শোধন নয়, কোন বস্তু দিয়া তোমা সুখী করি হেন মোর মনে হয়।।” করেতে ধরিয়া বাহির হইলা সেই শিশু লই সঙ্গে। নানা রত্ন আদি কনকের মালা দিল হরষিত রঙ্গে।। মণি মাণিকের মালা […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া বৃকভানু রাজা
    এ বোল শুনিয়া বৃকভানু রাজা মগন হইলা চিতে। “তোমারে কি দিয়া আমি সে তুষিব কি তোরে আছয়ে দিতে।। পরাণ কাড়িয়া দিই তোমা হাতে তুব সে শোধন নয়। কোন বস্তু দিয়া তোমা সুখী করি হেন মোর মনে হয়।।” করেতে ধরিয়া বাহির হইলা সেই শিশু লই সঙ্গে। নানা রত্ন আদি কনকের মালা দিল হরষিত রঙ্গে।। মণি-মাণিকের মালা […] keyboard_arrow_right
  • কানাই করিয়া কোলে
    কানাই করিয়া কোলে। যশোদা কিছুই বলে।। “তুমি কি ছাড়িবে মায়। শুনহে যাদব রায়।। কি দোষ পাইয়া মোর। কিছু না জানিল ওর।। মায়ের কি দোষ ধরি। দোষ-গুণ না বিচারি।। তোরে উদুখলে বাঁধি। কি দোষ তাহার সাধি।। সে দোষ পাইয়া যদি। ছাড়ি যাবে গুণনিধি।। অনেক তপের ফলে। পাইল তোমারে কালে।। মুই অভাগিনী নারী। ছাড়হ অনাথ করি।।” মায়ের […] keyboard_arrow_right
  • কাহারে কহিব মনের বেদনা
    “কাহারে কহিব মনের বেদনা ছাড়িল গোলোকপতি। সুখের আমোদ বৈভব বসতি ভাঙ্গল এ দিন রাতি।। আর কিবা দেখ কানাই ছাড়িল ভাঙ্গল রসের হাট। আসিয়ে অক্রূর কৈল এত দূর সেই সে পড়িল বাট।। তার সনে ছিল কিসের বিবাদ সাধিল আপন কাজ। তার মনোরথ পূরল সুন্দর মোর শিরে দিয়ে বাজ।। কিসে প্রবোধিব প্রবোধ না মানে জলে প্রবেশিব গিয়া।।” […] keyboard_arrow_right
  • খেনে তিরিভঙ্গ অঙ্গ নিজ হেরত
    খেনে তিরিভঙ্গ অঙ্গ নিজ হেরত খেনে রমণীগণ অঙ্গ হি অঙ্গ। খেনে চুম্বত খেনে চলত মনোহর উপজায়ত কত মদনতরঙ্গ।। নিকুঞ্জে নয়ল কিশোর। রাধাবদন সুধাকর সুন্দর চন্দ্রাবলী মুখচন্দ্রচকোর।।ধ্রু।। শ্যাম নটেন্দ্রকোটি ইন্দু সুশীতল ব্রজরমণী সনে সঙ্গীত গায়। ঈষৎ হাস সম্ভাষই ঘন ঘন লীলা লহু লহু গীম দোলায়।। উহ রসময়ী ইহ রসিক শিরোমণি নয়নে নয়নে কত করত আনন্দ। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • গুণিত গোপত পীরিতি * *
    গুণিত গোপত পীরিতি * * গাইতে তোমার গুণে। গুমরি গুমরি শুনিতে শুনিতে পঞ্জর জারিল ঘূণে।। গরবিত গুরু গঞ্জনা যে দিল গৌরব-গরিমাপনা। গাখানি গরজি গরজি জারল গুরু-পরিবার-পনা।। গোকুলে গোপের গরিমা যতেক গেল সে গাই সে গুণে। গোপবালাগণ যত সখাগণ তা সব পাসর কেনে।। গোধন লইয়া গভীর কাননে গোচার করিবে কে। গোকুল হইয়া গোধন লইয়া গাইয়া জুড়াব […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ