• আগে কহিয়াছি পুরাণ-কথন
    আগে কহিয়াছি পুরাণ-কথন জেমত হইল কালা। আর কহি সুন পুরাণ-কথন ঐছন বাসের ধারা।। আন অবতারে চারিবর্ণ রূপ হইল গোলকপতি। রক্ত বর্ণ দুহুঁ লইয়া আকার রাখল জগত-ক্ষাতি।। তথা তারপর হইলা সুন্দর এ পীতবরণ কায়া। সৃষ্টির পালন আন আন বহে করল অনেক মায়া।। তারপর পহুঁ গোলক-ঈশ্বর শুকল রূপ ধরি। সৃষ্টির পালক করল দমন অসুর দহিল হরি।। এবে […] keyboard_arrow_right
  • এ হরি ! নায়রী নবীনা বালা
    এ হরি ! নায়রী নবীনা বালা। কামিনী মানায়বি করিয়া ছলা।। যখন যে মুখে দাঁড়ায়ে রাই। করবি মিনতি সেখানে যাই।। বিনয় বেভারে আনবি পাশ। মধুর বচনে দেয়বি হাস।। যে বেলে সরস দেখবি তায়। সে বেলে পরশ করবি গায়।। তাহাতে তাহার দেখবি সুখ। তবে সে চুম্বন করবি মুখ।। সে সব সকল সহিল যবে। পীন পয়োধর ধরবি তবে।। […] keyboard_arrow_right
  • একে সে কনয়া কষিল তনু
    একে সে কনয়া কষিল তনু। শশিনি কলঙ্কদমন জনু।। তাহাতে লোটন চাঁচর কেশে। মাতায়ে রঙ্গিণী সুষমা লেশে ।। কিবা অপরূপ গৌরাঙ্গশোভা। এ তিন ভুবন রঙ্গিণী লোভা।। অরুণ পাটের বসন ছলে। তরুণীহৃদয় রাগ উছলে।। বাহু উঠাইয়া মোড়য়ে তনু। ছটায় বিজুরী ঝলকে জনু।। পিছলে লোচন চাহিলে অঙ্গ। তনুতে তনুতে তরঙ্গ রঙ্গ।। কেশর কুসুমে সুষম দাম। যদু কহে সব […] keyboard_arrow_right
  • কনয়া গঠিত ঘটিত মণিমৌতিম
    কনয়া গঠিত ঘটিত মণিমৌতিম খচিত হীর চৌখম্ব। হরিলোচন পথ আনি ধরল রথ বাজি সাজি অবলম্ব।। দেখ সখি এ পুন নহত অক্রূর। জানলু নিচয় গোপবধূ সংশয় সময় মূরতিময় ক্রূর।।ধ্র।। চাহত নাহ আনত দিঠি অঞ্চল রাই বয়ান অনুকূল। করতলে হৃদয় ঝাঁপি দরশাওল প্রেম মহরুহ মূল।। অবুধ গোপগণ পূরয়ে ঘন ঘন চৌদিশে বেণু বিষাণ। কহ ঘনশ্যাম দাস পরবাসহিঁ […] keyboard_arrow_right
  • কি বলিতে জানু মুঞি কি বলিতে পারি
    কি বলিতে জানু মুঞি কি বলিতে পারি। একে গুণহীনা আর পরবশ নারী।।ধ্রু।। তোমার লাগিয়া মোর যত গুরুজন। সকল হইল বৈরি কেহ নয় আপন।। বাঘের মাঝেতে যেন হরিণীর বাস। তার মাঝে দীঘল ছাড়িতে নারি শ্বাস।। উদয় আদিত্যে কহে মনে ভয় উঠে। তোমার পিরীতিখানি তিলে পাছে টুটে।। keyboard_arrow_right
  • কি রূপ দেখিলুঁ মধুর মূরতি
    কি রূপ দেখিলুঁ মধুর মূরতি পিরিতিরসের সার। হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহিক তার।। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চান্দ। জিনি বিধুবর বদন সুন্দর ভুবন-মোহন ফান্দ।। নব জলধর রসে ঢরঢর বরণ চিকণ কালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা।। জোড়াভুরূ যেন কামের কামান কেনা কৈল নিরমাণ। তরল নয়নে তেরছ চাহনি বিষম […] keyboard_arrow_right
  • ধরিয়া মায়ের কর নাচে ভাল নটবর
    ধরিয়া মায়ের কর নাচে ভাল নটবর দধিদুগ্ধ সর ননী লোভে। শ্যামসুন্দর তনু লাগিয়াছে তাহে রেণু জলবিন্দু মেঘে যেন শোভে।। হরি-মুখ চাহি রাণী আনন্দে কহয়ে বাণী নাচে ভাল মোর যাদুমণি। হের আইস নন্দরায় আনন্দ বহিয়া যায় দেখ নিজ সুতের নাচনি।। শশী জিতি ওই মুখ দেখিঞা সভার সুখ আর নাচ বলে বারবার। হেন কালে নন্দ আসি চুম্ব […] keyboard_arrow_right
  • মোহন যমুনা বনে বিনোদ রাখাল সনে
    মোহন যমুনা বনে বিনোদ রাখাল সনে মনোহর কানাই বলাই। পাতিয়া বিনোদ খেলা রাখাল হইল ভোলা দূর বন গেল সব গাই।। রাখালে রাখালে মেলি করে বাহু ঠেলাঠেলি কেহু হারে কেহু জিনে তায়। তাহা দেখি দুটি ভাই হাত ধরাধরি যাই হারে জিনে দেখি সুখ পায়।। বলরাম হাসিহাসি শয়ন করল আসি সখা অঙ্গে অঙ্গ হেলাইয়া। শ্রম যুত বলরাম […] keyboard_arrow_right
  • সখি হে, আজু রজনি সুভ ভেলা
    সখি হে, আজু রজনি সুভ ভেলা। কানু আয়ব ঘর হেন মনে লাগল পায়ব ফল অতি ভেলা।। গণি গণি বচ্ছর আয়ব রে হরি কবহু না শুভ দশা ভেলি। ঘাটত বর কান আনন্দ সানন্দ মোহে দরশায়লি ভালি।। অমঙ্গল বিঘিণি ঘাটত পড়ু বাধক সৌরভ তেজত গন্ধ। সুস্কহি কাষ্ঠ তরূপর বৈঠত কাক গিধির বন্ধ। দিনহুঁ পড়ত কত কতহুঁ বরজপতি […] keyboard_arrow_right
  • সখীগণ তখনি বোধি কুলকামিনী
    সখীগণ তখনি বোধি কুলকামিনী লেয়ত পিযাকর পাশ। বিপিনে হরিণী জনু ব্যাধহি বান্ধল ঐছন তেজত শ্বাস।। করে ঠেলি ঠেলি বালি অলিকুল আনলি ঠমকি ঠমকি রহি যায়। পদনখে ধরণী বিদারই কামিনী চমকি চমকি ঘন চায়।। কটি কিঙ্কিণী ধনি দৃঢ় করি বান্ধই পুন পুন নূপুর বাজায়। তাহিঁ ছলে ভুজমূল বসন উদাসল পিআ হিএ মদন জাগায়।। আড় নয়ন করি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ