মোহন যমুনা বনে বিনোদ রাখাল সনে
মনোহর কানাই বলাই।
পাতিয়া বিনোদ খেলা রাখাল হইল ভোলা
দূর বন গেল সব গাই।।
রাখালে রাখালে মেলি করে বাহু ঠেলাঠেলি
কেহু হারে কেহু জিনে তায়।
তাহা দেখি দুটি ভাই হাত ধরাধরি যাই
হারে জিনে দেখি সুখ পায়।।
বলরাম হাসিহাসি শয়ন করল আসি
সখা অঙ্গে অঙ্গ হেলাইয়া।
শ্রম যুত বলরাম দেখি নব ঘনশ্যাম
চরণ চাপয়ে মুখ চেয়া।।
শ্রীচন্দ্রশেখর দাস সতত করয়ে আশ
আর কবে হেন দশা হব।
শ্রীব্রজমণ্ডলে যাইয়া তাহে গড়াগড়ি দিয়া
রামকৃষ্ণের মুরলী শুনিব।।