• আনন্দের ভরে চাপায়্যা রাধারে
    আনন্দের ভরে চাপায়্যা রাধারে পুলকে পুরিল গা। মধ্য দরিয়ায় আনি শ্যামরায় কাঁপাইতে লাগিলা না।। করি দিব পার কৈলুঁ অঙ্গীকার কে জানে এমন হবে। তিল আধ আর নাহি সহে ভার নিচয়ে জানিলুঁ ডুবে।। তরাসে কিশোরী দু-বাহু পসারি ধরিল কানুর গলে। রাধা কোলে করি রসিক মুরারি ঝাঁপ দিয়া পড়ে জলে।। ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিভৃতনিকুঞ্জবনে। মনে যেবা […] keyboard_arrow_right
  • আপন বসন ঘুচাই তখন
    আপন বসন ঘুচাই তখন লেপয়ে কেশর মাটী। তকল্লবি ছান্দে বসন পিন্ধে রঙ্গে যে চলয়ে হাটি।। মনোহর ঝুলি কান্ধে। তাহার ভিতর শিকড় নিকর যতন করিয়া বান্ধে।। ধ্রু।। ঘুচাইয়া লাজে চিকিৎসক সাজে বসিলা রোগীর কাছে। ঘুচাই বসন নিরখে বদন রোগ যে ইহার আছে। বাম হাতে ধরি অঙ্গুলি মুড়ি দেখে ধাতু কিবা বয়। “পিরিতের রসে জারিয়াছে বিষে পরাণ […] keyboard_arrow_right
  • আরে মোর নিতাই নায়র
    আরে মোর নিতাই নায়র। সংসার-সায়রে জীবের জীবন নিতাই মোর সুখের সায়র।।ধ্রু।। অবনী-মণ্ডলে আইলা নিতাই ধরি অবধূত-বেশ। পদ্মাবতী-নন্দন বসু-জাহ্নবার জীবন চৈতন্য লীলায় বিশেষ।। রাম অবতারে অনুজ আছিলা লক্ষ্মণ বলিয়া নাম। কৃষ্ণ-অবতারে গোকুল-নগরে জ্যেষ্ঠ ভাই বলরাম।। গৌর-অবতারে নদীয়া বিহরে ধরি নিত্যানন্দ নাম। দীন হীন যত উদ্ধারিলা কত বঞ্চিত দাস আত্মারাম।। keyboard_arrow_right
  • আরে মোর রাম কানাই
    আরে মোর রাম কানাই। যমুনা-তীরের ছায় খেলে দোন ভাই।। সভাই সমান খেলু বাঁটিয়া লইল। হারিলে চড়িব কান্ধে এই পণ কৈল।। যে জন হারিবে ভাই কান্ধে করি লবে। বংশীবটের তলে রাখিয়া আসিবে।। দুই দিগে দুই ভাই আসি দাঁড়াইলা। যার যেই খেলু সব বাঁটিয়া লইলা।। শ্রীদাম সুদাম আদি কানাইর দিগে হৈল। সুবল বলাইর দিগে নাচিতে লাগিল।। শ্রীদাম […] keyboard_arrow_right
  • কানু কহে ধনী শুন বিনোদিনি
    কানু কহে ধনী শুন বিনোদিনি কালিয়া বরণ আমি। মোরে পরশিয়া গৌর করহ কেমন রূপসী তুমি।। যাহার যেমন বিধির করণ সকল সমান নয়। রূপের গরিমা কি কাজ কিশোরী দেহ দান যেবা হয়।। আহীরের নারী না কর চাতুরী অনেক জানহ ছলা। মোরে লাজ বাস দেখিয়ে যে হাস ধরিয়া সখীর গলা।। রাজারে দিয়াছি কর সুধু ঘাট নহে মোর […] keyboard_arrow_right
  • গোকুল-নগরে ফিরি ঘরে ঘরে
    “গোকুল-নগরে ফিরি ঘরে ঘরে বেড়াই চিকিৎসা করি। যে রোগ যাহার দেখি একবার ভাল যে করিতে পারি।। শিরে শিরশূল পিরিতে বাউল জ্বর জ্বালা যে রোগীর । আঁখি নাহি মেলে অন্তরে যে জ্বলে তাহারে পিয়াই নীর।। কে বলয়ে কান্ত ধন্বন্তরি । নাহি জানে বিধি হেন মহৌষধি পিয়াইলে যায় জ্বরি।। ধ্রু।। একজন তথা শুনিয়া সে কথা কহিল রাধার […] keyboard_arrow_right
  • গোঠেরে সাজল গোপাল
    গোঠেরে সাজল গোপাল। ধবলি সাঙলি পিউলি বলিয়া হাঁকারে সব রাখাল।। কারু মাথে হেরি বিনোদ পাগড়ি কারু গলে গুঞ্জাগাভা। শ্বেত লোহিত কারু নীল পীত কটি-তটে ভাল শোভা।। ভাইয়া বলরাম পূরিছে বিষাণ কানাই পূরিছে বেণু। উচ্চ পুচ্ছ করি শ্রবণ তুলিয়া আগে চলে সব ধেনু।। নাচত গায়ত বেণু বাজায়ত ধেনু চালায়ত রঙ্গে। ভোজন-সম্ভার লৈয়া আগুসার যাদবেন্দ্র চলু সঙ্গে।। keyboard_arrow_right
  • গোরাচাঁদ ফিরি চাহ নয়নের কোণে
    গোরাচাঁদ ফিরি চাহ নয়নের কোণে। দেখি অপরাধী জনা যদি তুমি কর ঘৃণা অযশ ঘুষিবে ত্রিভুবনে।।ধ্রু।। তুমি প্রভু দয়া-সিন্ধু পতিতজনার বন্ধু সাধুমুখে শুনিয়া মহিমা। দিয়াছি তোমার দায় এই মোর উপায় উদ্ধারিলে মহিমার সীমা।। মুঞি ছার দুষ্ট-মতি তুয়া নামে নাহি রতি সদাই অসত পথে ভোর। তাহাতে হইছে পাপ আর অপরাধ তাপ সে কত তাহার নাহি ওর।। তোমার […] keyboard_arrow_right
  • চণ্ডীদাসচরণ চিন্তামণিগণ
    চণ্ডীদাসচরণ চিন্তামণিগণ শিরে করি ভূষা। শরণাগত জনে হীন অকিঞ্চনে করুণা করি পূরব আশা।। হরি হরি তব মঝু অকুশল যাব। রসিক মুকুটমণি প্রেমধনেহি ধনী কৃপা নিরখিলে যব পাব।। হৃদয় শুধি মোহে ঐসে প্রবোধিব যৈসে ঘুচয়ে আধিয়ার। শ্যামর গৌরী বিলাসরস কিঞ্চিত মঝু চিতে করু পরচার।। দুহুঁক চরিত বদন ভরি গাওব রসিক ভকতগণ পাশ। ক্ষম অপরাধ সাধ মঝু […] keyboard_arrow_right
  • তুমি ত নাগর রসের সাগর
    তুমি ত নাগর রসের সাগর যেমন ভ্রমর রীত। আমি ত দুঃখিনী কুলকলঙ্কিনী হইনু করিয়া প্রীত।। গুরুজন ঘরে গঞ্জয়ে আমারে তোমারে কহিব কত। বিষম বেদন কহিলে কি যায় পরাণ সহিছে যত।। অনেক সাধের পীরিতি বঁধু হে কি জানি বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হইলে পরাণে মরিব এমতি সে মনে লয়।। চণ্ডীদাস কহে পীরিতি বিষম শুন বড়ুয়ার বহু। পীরিতি […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ