• আওল মাধব পাওল ধাম
    আওল মাধব পাওল ধাম। সম্ভ্রমে জাগল মনসিজ গাম।। ধনী মুখ ঢাকি রহল এক পাশ। বাদর ডরে শশী রহল তরাস।। চলু সব সখীজন ইঙ্গিত জানি। আরত নাহ ধয়ল ধনী পাণি।। রুঠে বলয়া কিয়ে ঝন ঝন বাজে। বালা কছুই না কহু ভয় লাজে।। কত কত সখীজন করত উপায়। ধনী মুখচন্দ কবহু না দেখায়।। রতিরণপণ্ডিত নাগররঙ্গী। চাপি ধরল […] keyboard_arrow_right
  • আওলি দূতী রহসি চলু বালা
    আওলি দূতী রহসি চলু বালা। পুছইতে শুনই কহই সোই কালা।। কমলনয়ন রূপগুণক ফান্দে। সুচতুর দূতী রমণীমন বান্ধে।। জানল বাত মনোভব ভূপে। ধনি ডারল লালস-রসকূপে।। তব দূতীক করু শরণ কিশোরী। সো দেওলি অভিসার কো ডুরী।। সংভ্রমে গহি গহি তা করমূল। পাওলি ধনী যমুনাকে কূল।। সাধসে ধাধসে ধক ধক প্রাণ। কহে হরিবল্লভ ভেটই কান।। keyboard_arrow_right
  • আর কি সফল হব মোর
    “আর কি সফল হব মোর। কানুরে করব কোর।। গলে দিব বনফুলমাল। শ্রীঅঙ্গে চন্দন দিব ভাল।। পুন কি করিব পাখা বাএ। নূপুর পড়াঞা দিব পাএ।। বেশ বনাইব নানা ফুলে। করে হেরি নয়ন জুগলে।। সফল হইবে এই আখি। কহ হংস কি উপেখি।।” হংসকহে –“কহিল নিশ্চয়ে ।” দিন খিন চণ্ডীদাস কয়ে।। keyboard_arrow_right
  • এ সখি অব সব পরীখন ভেলি
    এ সখি অব সব পরীখন ভেলি। তুহু নব প্রেম অমৃত রস বেলী।। লাগলি শ্যাম তমালকো অংস। ফুল ভয়ো সব জগ অবতংস।। এ দোহু মিলন কবহু না ছোটে। মূঢ়কো যতনে বেলী নহি টুটে।। ঘন বিনু চাতক জল বিনু মীন। হরি বিনু তৈছন তুহু তনু খীণ।। চান্দনি বিনু চকোর নাহি পিয়ে। তৈছন তূয়া বিনে হরি নাহি জিয়ে।। […] keyboard_arrow_right
  • এ সখি বিধি কি পুরাওব সাধা
    এ সখি বিধি কি পুরাওব সাধা। পুন কিয়ে নিরখব রূপনিধি রাধা।। যদি পুন না মিলব সো বররামা। তব জিউ ভার ধরব কোন কামা।। তুহু ভেলি দূতী পাশ ভেল আশা। জিউ বান্ধব কিয়ে করব উদাসা।। শুনি হরিবচন দূতী অবিলম্বে। আওলি চলি যাঁহা রমণী কদম্বে।। কহে হরিবল্লভ শুন ব্রজবালা। হরি জপয়ে তুয়া গুণ মণিমালা।। keyboard_arrow_right
  • একদিন গোচারণে সকল সখা সনে
    একদিন গোচারণে সকল সখা সনে বসি এক তরুয়ার ছায়। নন্দের নন্দন হরি কহে কিছু মৌন ধরি সুবল সখার পানে চায়।। “সখা হে, কহ দেখি কি করি উপায়। হিয়া করে কেন মত সহিতে না পারি এত নিরন্তর জ্বলিছে হিয়ায়।। হৃদয়ের কথা জান আমার বচন শুন কহ দেখি আমার মরম। মরম-ব্যথিত তুমি কি আর বলিব আমি নয়ানে […] keyboard_arrow_right
  • কানড় কুসুম করে পরশ না করি ডরে
    কানড় কুসুম করে পরশ না করি ডরে এ বড়ি মরমে মোর বেথা। যেখানে সেখানে যাই সদাই শুনিতে পাই কাণে কাণে অই সব কথা।। সই লোকে বলে কালা-পরিবাদ। কালার ভরমে হাম জরলে না হেরি গো ত্যাজিয়াছি কাজরের সাধ।।ধ্রু।। যমুনা সিনানে যাই আঁখি তুলি নাহি চাই তরুয়া কদম্বতলা পানে। যেখানে সেখানে থাকি বাঁশীটি শুনিয়ে যদি দুটি হাত […] keyboard_arrow_right
  • কানড় কুসুম করে পরশ না করি ডরে
    কানড় কুসুম করে পরশ না করি ডরে এ বড়ি মরমে বড় ব্যথা। যেখানে সেখানে যাই সকল লোকের ঠাঁই কাণাকাণি শুনি এই কথা।। সই, লোকে বলে কালা-পরিবাদ। কালার ভরমে হাম জলদে না হেরি গো ত্যজিয়াছি কাজরের সাধ।। যমুনা-সিনানে যাই আঁখি তুলি নাহি চাই তরুয়া কদম্বতলা পানে। যেখানে সেখানে থাকি বাঁশীটি শুনিয়া গো দুটি হাত দিয়া থাকি […] keyboard_arrow_right
  • কাহে ডরসি ধনি চলু হাম সঙ্গ
    কাহে ডরসি ধনি চলু হাম সঙ্গ। মাধব নহি পরশিব তুয়া অঙ্গ।। এ রজনী ফুল কানন মাঝ। কো এক ফিরত সাজি বহু সাজ।। কুসুমকো ঘোর ধনুক ধরি পাণি। মারত শর বালাজন জানি।। অতএ চলহ সখি ভিতরকুঞ্জ। যহি হরি রহত মহাবলপুঞ্জ।। এত কহি আনল ধনী হরিপাশ। পূরল বল্লভ সুখ অভিলাষ।। keyboard_arrow_right
  • কেশের বেশে ভুলিল দেশে
    কেশের বেশে ভুলিল দেশে তাহে রসময় হাসি। নয়নতরঙ্গে ব্যাকুল করিলে বিশেষে নদিয়াবাসী।। গৌরাঙ্গসুন্দর নাচে। নিগমনিগূঢ় প্রেমভকতি যারে তারে পহুঁ যাচে।।ধ্রু।। ছল ছল করে নয়ন যুগল কত নদী বহে ধারে। পুলকে পূরিত গোরা কলেবর ধরণী ধরিতে নারে।। চরণ কমল অতি সুচঞ্চল অথির তাহার রীত। বদনকমলে গদগদ স্বরে গায় রসকেলি গীত।। হাহা করি করি ভুজযুগ তুলি বলে […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ