• অতি সে পিরিতি যে করে যুবতি
    অতি সে পিরিতি যে করে যুবতি পরের পিরিতে চিত । জনম তাহার ভাবিতে গণিতে পরিণামে এই রিত।। সুনহ উদ্ধব আমার এ দশা তাহারে কহিব কি। কি বলিব কারে আপন বেদন হইয়া কুলের ঝি।। দিয়া প্রেমরাসি কত মধু ঢারি সিঞ্চিয়া করল সাখা। ডালে মূলে কাটি পেলা এল দূরে পুনই সে না পাই দেখা ।। কেমন ধরণ […] keyboard_arrow_right
  • করযোড়ে আছে বসুমতী দেবী
    করযোড়ে আছে বসুমতী দেবী কহেন কাতর বাণী। “কিরূপে আমার পরিত্রাণ হএ কহত ঠাকুর তুমি।।” ব্রহ্মারুদ্র দুই বসি এক ঠাঞি যুগতি হইল সারা । সত্যযুগ পরে বেদে নাম ধরে দ্বাপরে আছয়ে ধারা।। পূর্ণ সনাতন নিখিল পূরণ কৃষ্ণবর্ণ অবতার। বেদে যে কহিল তাহাই হইল শুনহ বচন পার।। দুইজন ইহা করিল রচন কহিয়া বেদের বাণী। শুক্ল রক্ত পীত […] keyboard_arrow_right
  • কানু কহে শুন গোপি আমার বচন
    কানু কহে শু গোপি আমার বচন। দান দিয়া মথুরাতে করহ গমন।। কড়ি নিব আজি বুঝি কড়া কড়া। রাজার হাসিল কড়ি নাহি যায় ছাড়া।। বহুদিন গেছ তোরা দানী ভাণ্ডাইয়া। আজি সে লইব দান পশরা লুটিয়া।। যাবে যদি বিকি কিনি করিতে মথুরা। রাজার হাসিল কড়ি দিয়া যাহ তোরা।। চণ্ডীদাস কহে শুন রাধা বিনোদিনী। কতদিন গেছ পথে তাহা […] keyboard_arrow_right
  • কানু কহে –শুন গোপি, আমার বচন
    কানু কহে –“শুন গোপি, আমার বচন। দান দিয়া মথুরাতে করহ গমন।। রাজকর বুঝিয়ে লইব কড়ি কড়া। রাজার হাসিল কড়ি নাহি যায় ছাড়া ।। বহুদিন গেছ সভে দানী ভাণ্ডাইয়া। আজি সে লইব দান পশরা লুটিয়া ।। যবে যদি বিকি কিনি করিতে মথুরা। রাজার হাসিল কড়ি দিয়া যাহ তোরা।।” চণ্ডীদাস কহে –“শুন, রাধা বিনোদিনী । কতদিন গেছ […] keyboard_arrow_right
  • গোকুল তেজল নাকি কান
    “গোকুল তেজল নাকি কান। মাথুর করল পয়ান।। এ সখি, জানল নিদান। সব জনে হরল পরাণ।। যব আসি পশিল অক্রূর । তবহি পড়ল মতি দূর।। জাকর আশ-প্রয়াসে । সে জন হৈল নৈরাশে।। কো এত করল বিঘিনি। সে হউ ইহ পাতকিনী।। জর জর অন্তর জারি। কোকহে মরম হামারি।। কুঞ্জ নিকুঞ্জ ভেল শূন্য। গৃহ যেন হইল অরণ্য।। পুরবাসী […] keyboard_arrow_right
  • গোকুল তেজল নাকি কান
    গোকুল তেজল নাকি কান। মাথুর করল পয়ান।। এ সখি জানল নিদান। সব জনে হরল পরাণ।। যব আসি পশিল অক্রূর। তবহি পড়ল মতি দূর।। জাকর আশ প্রয়াসে। সে জন হৈল নৈরাশে।। কো এত করল বিঘিনি। সে হউ ইহ পাতকিনী।। জর জর অন্তর জারি। কো কহে মরম হামারি।। কুঞ্জ নিকুঞ্জ ভেল শূন্য। গৃহ যেন হইল অরণ্য।। পুরবাসী […] keyboard_arrow_right
  • চিন্তিত হইঞা রাজা কংসে তবে
    চিন্তিত হইঞা রাজা কংসে তবে ধরনি ধরিঞা বসি। চানুর মুষ্টিক আর জত বীর ডাক দিতে সভে আসি– “শুনহে চানুর মুষ্টিক অসুর, শুনহ বৃত্তান্ত কথা। মোরে জে বধিবে প্রবল প্রতাপ শ্রীহরি জন্মিল ওথা।। গোকুলে জন্মিল জসদা-ঔদরে ভবানী বলিআ নাম। তাহারে আনিয়া আমারে ভাণ্ডিলা সুনিয়া তাহার ঠাম ।। তাহারে বধিতে শিলার উপরে জবে আহাড়িব লঞা। হাত পিছলিআ […] keyboard_arrow_right
  • তুমি বঁধু ব্রজের জীবন
    “তুমি বঁধু ব্রজের জীবন। জাতি কুল করি আরোপণ।। তুমি নহ নিঠুরাই পনা। কেনে দেহ বিরহ-বেদনা।। সে ভজে তোমার দুটী পায়। তারে নাথ হেন না জুয়ায়।। গৃহ-পরিবার পরিহরি। তোমারে ভজিল ব্রজনারী।। দে নাথ মনে বিচারিয়া। যত দুখ তোমার লাগিয়া।। শাশুড়ী খুরের অতি ধার। খরতর তাহার বিচার।। কান্দিতে না পারি তব লাগি। তবু বলে শ্যামের সোহাগী।। ঘরে […] keyboard_arrow_right
  • তুমি বঁধু ব্রজের জীবন
    তুমি বঁধু ব্রজের জীবন। জাতি কুল করিয়া রোপণ।। তুমি নহ নিঠুরাই পণা। কেনে দেহ বিরহ-বেদনা।। যে ভজে তোমার দুটি পায়। তারে নাথ হেন না জুয়ায়।। গৃহ পরিবার পরিহরি। তোমারে মজিল ব্রজনারী।। দেখ নাথ মনে বিচারিয়া। যত দুখ তোমার লাগিয়া।। শাশুড়ী ক্ষরের অতি ধার। খরতর তাহার বিচার।। কাঁদিতে না পারি তব লাগি। তবু বলে শ্যামের সোহাগী।। […] keyboard_arrow_right
  • দূত-মুখে শুনি কংস ভয় মানি
    দূত-মুখে শুনি কংস ভয় মানি চিন্তিত হইল ভারি। সেই সে অষ্টম গর্ভে জনমিআ এই সে করিব গাড়।। কিসে নষ্ট হএ চিন্তিত উপাএ ধরণী ধরিআ বসি। মনে মনে গুণে না দেখে নয়ানে হেনক মরমে বাসি।। পাত্র-মিত্র-গণ আসিয়াছে আন বসিলা অসুর কংসে। “সেই রাতি কালে অষ্টম গর্ভেতে জন্মিল নন্দের বংশে।। জন্মিল দৈবকীর ওদর ভিতরে আমারে ভাণ্ডিল এহ। […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ