চিন্তিত হইঞা রাজা কংসে তবে
ধরনি ধরিঞা বসি।
চানুর মুষ্টিক আর জত বীর
ডাক দিতে সভে আসি–
“শুনহে চানুর মুষ্টিক অসুর,
শুনহ বৃত্তান্ত কথা।
মোরে জে বধিবে প্রবল প্রতাপ
শ্রীহরি জন্মিল ওথা।।
গোকুলে জন্মিল জসদা-ঔদরে
ভবানী বলিআ নাম।
তাহারে আনিয়া আমারে ভাণ্ডিলা
সুনিয়া তাহার ঠাম ।।
তাহারে বধিতে শিলার উপরে
জবে আহাড়িব লঞা।
হাত পিছলিআ গেলা এহি কয়া
আকাশ-মণ্ডল দিআ।।
সেই সে ভবানী কহে এক বাণী–
‘মোরে সে বধিবে কি ‘ ?
তোরে জে বধিবে গোকুল-নগরে
তাহাই কহিআ দি।।’
‘গোকুলে জন্মিল তোর রিপু হঞা’
এ কথা সুনিল কাণে।
চিন্তিত হইআ কহে কংস রাজা
দিন চণ্ডিদাস ভণে।।