অতি সে পিরিতি যে করে যুবতি
পরের পিরিতে চিত ।
জনম তাহার ভাবিতে গণিতে
পরিণামে এই রিত।।
সুনহ উদ্ধব আমার এ দশা
তাহারে কহিব কি।
কি বলিব কারে আপন বেদন
হইয়া কুলের ঝি।।
দিয়া প্রেমরাসি কত মধু ঢারি
সিঞ্চিয়া করল সাখা।
ডালে মূলে কাটি পেলা এল দূরে
পুনই সে না পাই দেখা ।।
কেমন ধরণ কোন বেবহার
এ নহে সুজন-কাজ।
পরিণামে এই পাথারে ডারল
কুলে সিলে দিলে বাজ।।
পরের পরিতি সপন সমান
জলের বিম্বুক ছায়া।
ক্ষেনেক যখন নাহি দরশন
কতি গেল দেখা দিয়া।।
ঐছন কালার প্রেম সে পিরিতি
নাহি পরতিত তায়।
ঐছন কানুর পিরিতির লেহা
দিন চণ্ডীদাস গায়।।