কানু কহে –“শুন গোপি, আমার বচন।
দান দিয়া মথুরাতে করহ গমন।।
রাজকর বুঝিয়ে লইব কড়ি কড়া।
রাজার হাসিল কড়ি নাহি যায় ছাড়া ।।
বহুদিন গেছ সভে দানী ভাণ্ডাইয়া।
আজি সে লইব দান পশরা লুটিয়া ।।
যবে যদি বিকি কিনি করিতে মথুরা।
রাজার হাসিল কড়ি দিয়া যাহ তোরা।।”
চণ্ডীদাস কহে –“শুন, রাধা বিনোদিনী ।
কতদিন গেছ পথে তাহা আমি জানি।।”