• এই অনুমান করে গোপীগণ
    এই অনুমান করে গোপীগণ আকুল হইয়া প্রাণ। “কেমন রহিবে কহ কহ দেখি রসিক নাগর কান।।” কহে গোপীগণ– “শুনহ বচন এই সে ভালই মানি। কৃষ্ণ ছাড়ি গেল কি আর করিব তবে সে তেজিব প্রাণী।। যে জনা না দেখি আঁখির পলকে তবে সে মরিয়া থাকি। দেখিলে জুড়াই এ পাপ পরাণ শুনগো মরম সখি।। তিলেক কখন যা সনে […] keyboard_arrow_right
  • গগনে দারুণ নিশি
    “গগনে দারুণ নিশি। প্রভাত হইল হেন বাসি।। নিশি তোরে করিয়ে মিনতি। ঐছন থাকয়ে তুমি নিতি।। প্রভাত না হও তমি চাঁদ।। বেকত-রহিত গতি চাঁদ ।” কেহ বলে–“শুন ধনী রাই। উপায় করিতে আছে তাই ।। আঁচলে ঢাকিব নিশি-চাঁদে। যেন মতে অন্ধকার বাঁধে।।” কেহ বলে–“হব রাহু বাসি।। চাঁদে যেন থাকিয়ে গরাসি।। যেমনে নহত পরভাতে। তবে রহে প্রভু জগন্নাথে।।” […] keyboard_arrow_right
  • নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী
    নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী। বাহিরে বাতাসে ফাঁদ পাতে ননদিনী।। শুন শুন প্রাণ প্রিয় সই। তুমি সে আমার আমি সে তোমার, তেই সে তোমারে কই। ধ্রু।। বিনিছলে ছার দেশে সদাই ধরে চুরি। হেন মনে করে জলে প্রবেশিয়া মরি।। সাধেতে বেড়াই যদি সখীগণ-সঙ্গে। পুলকে পূরয়ে তনু শ্যাম-পরসঙ্গে।। পুলক ঢাকিতে নানা করি পরকার। নয়নের ধারা মোর […] keyboard_arrow_right
  • হেনক সময় প্রভাত হইল
    হেনক সময় প্রভাত হইল সাজল সকল লোক। দধি দুগ্ধ সর শকটে পূরল পাইল দারুণ শোক।। রথের সাজন করিতে তখন সেই সে অক্রূর মতি। ‘চল, চল’ বলি পড়ে হুলাহুলি পরমাদ পড়ে তথি।। নন্দ বলে–“বাপু, কৃষ্ণ হলধর করহ বেশের সাজ। মধুপুর-ঘর যাইতে হইল ভূপতি কংসের মাঝ।। নানা পরিপাটি নীল ধড়া আঁটি বাঁধল বিনোদ চূড়া। নানা ফুলদাম বেশ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ