• কানড় কুসুম কোমল কাঁতি
    কানড় কুসুম কোমল কাঁতি। মাথে মউর শিখণ্ডক পাঁতি।। আকুল অলিকুল রঙ্গনক মাল। চন্দন চান্দ বিরাজিত ভাল।। মদন মনোহর মূরতি কান। হেরি উনমতি যুবতিপরান।। ভাঙ বিভঙ্গিম লোচনলোর। নাসা উন্নত মোতিম জোর।। বঙ্কিম গীম অমিয়া মিঠি বোল। কাঞ্চন কুণ্ডল গণ্ডহিলোল।। মণিময় অভরণ অঙ্গ বিরাজ। পীত নিচোল তঁহি পরি সাজ।। অরুণ চরণে মণি-মঞ্জীর বায়। গোবিন্দদাস চিতে আন নাহি […] keyboard_arrow_right
  • নন্দ-নন্দন সঙ্গে মোহন
    নন্দ-নন্দন সঙ্গে মোহন নওল গোকুল-কামিনি। তপন-নন্দিনি তীরে ভালে বনি ভূবন-মোহন লাবণি।। তাথৈ তাথৈএক্মৃস দঙ্গ বাজই মুখর কঙ্কণ কিঙ্কিণি। বিলসে গোবিন্দ প্রেম-আনন্দ সঙ্গে নব-নব-রঙ্গিণী।। উরহি লম্বিত কনক-চম্পক- দাম কর্দ্দম চন্দনে। দোহঁ-কলেবর ভেল শ্রম-জল মোতি মরকত কাঞ্চনে।। রাসে মাতল সঙ্গে ষড়-ঋতু কুঞ্জ-কাননে রাজই। শূক শিখি পিক চাতক ডাহুক ভ্রমর পঞ্চম গাওই।। রাস-মণ্ডল গোপিনী-কুল শ্যাম সঞে নব-রঙ্গিণি। দেই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ