• অকথ্য বেদনা সই কহনে না যায়
    অকথ্য বেদনা সই কহনে না যায়। যে করে কানুর নাম ধরে তার পায়।। পায়ে ধরি কাঁদে তার চিকুর গড়ি যায়। সোনার পুথলি যেন ধূলায় লোটায় ।। পুছয়ে পিয়ার কতা ছল ছল আঁখি। “তুমি কি দেখেছ কালা কহনা রে সখি।।” চণ্ডীদাস কহে –“কাঁদ কিসের লাগিয়া। সে কালা রয়েছে তোমার হৃদয়ে লাগিয়া।।” keyboard_arrow_right
  • অখল বেয়াধি সেই কহনে না যায়
    অখল বেয়াধি সেই কহনে না যায়। যে করে কানুর নাম ধরে তার পায়।। পায়ে ধরি কাঁদে তার চিকুর গড়ি যায়। সোনার পুথলি যেন ধূলায় লোটায়।। পুছয়ে পিয়ার কথা ছল ছল আঁখি। তুমি কি দেখেছ কালা কহ না রে সখি।। চণ্ডীদাস কহে কাঁদ কিসের লাগিয়া। সে কালা রয়েছে তোমার হৃদয়ে লাগিয়া।। keyboard_arrow_right
  • অঙ্গ পুলকিত মরম সহিত
    অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে। বুঝি অনুমানি কালারূপখানি তোমারে করিয়া ভোরে।। দেখি নানা দশা অঙ্গ যে বিবশা না হত এমন ভারে। সে বড় নাগর গুণের সাগর কিবা না করিতে পারে।। শুন শুন রাই কহি তব ঠাঁই ভাল না দেখি যে তোরে। সতী কুলবতী তুয়া যে খেয়াতি আছয় গোকুলপুরে।। ইহাতে এখন দেখি যে কেমন […] keyboard_arrow_right
  • অঙ্গ পুলকিত মরম সহিত
    অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে। বুঝি অনুমানি কালা রূপ খানি তোমারে করিয়া ভোরে।। দেখি নানা দশা অঙ্গ যে বিবশা না হত এমন ভারে। সে বর নাগর গুণের সাগর কিবা না করিতে পারে।। শুন শুন রাই কহি তব ঠাঁই ভাল না দেখি যে তোরে। সতী কুলবতী তুয়া যে খেয়াতি আছয় গোকুলপুরে।। ইহাতে এখন দেখি […] keyboard_arrow_right
  • আওত পবন মলয়গিরি হোতহি
    আওত পবন মলয়গিরি হোতহি চলত গরল করি সঙ্গে। পুরুষ কোকিলবর গাওত সুমধুর মাতি খেলত এহি রঙ্গে।। সজনি বিরহিণীকো বধ লাগি। প্রকাশ করই সব একঠাম হোয়হি দ্বিগুণ দুখ তহি জাগি।। ষট্‌পদগণ মাতি ঝঙ্কার করয়ে অতি মঝু মন বিন্ধই তাই। বিরস করই তাহে চেতন নাহিক রহে বহু দুখে চেতন পাই।। বসু রামানন্দ কহ ক্ষণ এক থির রহ […] keyboard_arrow_right
  • আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া
    আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া কত নিবারিব মনে। গরল ভখিব এখনি মরিব নতুবা লউক যম।। সই, জ্বালহ আনল চিতা। সীমন্তিনী আনিয়া কেশ যে বান্ধিয়া সিন্দুর দেহ যে সীঁথা।। তনু তেয়াগিয়া সতী যে হইয়া সাধিব মনেতে যত। মরিলে সে পতি আসিবে সংহতি আমারে সেবিবে কত।। জানিবে তখন বিরহ-বেদন পরের লাগয়ে যত। তাপিত হইলে তাপ সে জানিবে তাপ […] keyboard_arrow_right
  • আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া
    আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া কত নিবারিব মন। গরল তখিব আপনি মরিব নতুবা লউক শমন।। সই,জ্বালহ আনল চিতা। সীমন্তিনী আনিয়া কেশ বাঁধিয়া সিন্দুর দেহ যে সীঁথা।। তনু তেয়াগিয়া সতী যে হইব সাধিব মনের যত। মরিলে সে পতি আসিবে সংহতি আমারে সেবিবে কত।। তখনি জানিবে বিরহ-বেদন পরের লাগয়ে যত। তাপিত হইলে তাপ সে জানয়ে তাপ হয় যে […] keyboard_arrow_right
  • আমার মনের কথা শুন লো সজনি
    আমার মনের কথা শুন লো সজনি। শ্যাম বঁধু পড়ে মনে দিবস-রজনী।। কিবা গুণে কিবা রূপে মোর মনে বাঁধে। মুখেতে না সরে বাণী দুটি আঁখি কাঁদে।। চিতের অনল কত চিতে নিবারিব । না যায় কঠিন প্রাণ কারে কি বলিব ।। চণ্ডীদাস বলে প্রেমে কুটিলতা রীত। কুল-ধর্ম্ম লোকলজ্জা নাহি মানে চিত।। keyboard_arrow_right
  • আমার মনের কথা শুন গো সজনি
    আমার মনের কথা শুন গো সজনি। শ্যাম বঁধু পড়ে মনে দিবস রজনী।। কিবা গুণে কিবা রূপে মন মোর বান্ধে। মুখেতে না সরে বাণী দুটি আঁখি কান্দে।। চিতের অনল কত চিতে নিবারিব। না যায় কঠিন প্রাণ কারে কি কহিব।। চণ্ডীদাস বলে প্রেম কুটিলতা রীত। কুলধর্ম্ম লোকলজ্জা নাহি মানে চিত ।। keyboard_arrow_right
  • আমার মনের কথা শুন লো সজনি
    আমার মনের কথা শুন লো সজনি। শ্যাম বঁধু পড়ে মনে দিবস রজনী।। কিবা গুণে কিবা রূপে মোর মন বাঁধে। মুখেতে না সরে বাণী দুটি আঁখি কাঁদে।। চিতের অনল কত চিতে নিবারিব। না যায় কঠিন প্রাণ কারে কি বলিব।। চণ্ডীদাস বলে প্রেম কুটিলতা রীত। কুলধর্ম্ম লোকলজ্জা নাহি মানে চিত।। keyboard_arrow_right
  • 1
  • 8
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ