আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া
কত নিবারিব মনে।
গরল ভখিব এখনি মরিব
নতুবা লউক যম।।
সই, জ্বালহ আনল চিতা।
সীমন্তিনী আনিয়া কেশ যে বান্ধিয়া
সিন্দুর দেহ যে সীঁথা।।
তনু তেয়াগিয়া সতী যে হইয়া
সাধিব মনেতে যত।
মরিলে সে পতি আসিবে সংহতি
আমারে সেবিবে কত।।
জানিবে তখন বিরহ-বেদন
পরের লাগয়ে যত।
তাপিত হইলে তাপ সে জানিবে
তাপ যে লাগয়ে কত।।
বিনা যে বেদন না হয় চেতন
দরদে দরদী নয়।
পর দরদের দরদী জানয়ে
সেই সে সুজ হয়।
আপনি যে মরে কিবা করে পরে
দোস বলহে বা কেনে।
কাহার কারণ কে সহে মরণ
চণ্ডীদাস বলে মনে।।