“আইস ধনী রাধা তুমি তনু আধা
অন্তরে বাহিরে ভাবি।
ভব বিরিঞ্চির তারা নিরন্তর
যে পদ-পঙ্কজ লভি।।
শুক সনাতন পরম কারণ
যে পদ-পঙ্কজ আশে।
ব্রজপুরে হেতা হয়ে গুল্মলতা
ইহাতে করিয়ে বাসে।।
কেন তরুলতা হইব দেবতা
কিসের কারণে হেন?
সো পদ-পঙ্কজ- রেণুর লাগিয়া
এ হেতু তাহার শুন।।
ধিয়ানে না পায় যাঁহার চরণ
সে জনা দানের ছলে।
আজু শুভদিন অতি সুলক্ষণ
তোমারে পেয়েছি কোলে।।
তুমি সে আমার পরম মরম
তোমারে ভাবিয়ে সদা।
ভাবিয়ে তোমারে হৃদয়-ভিতরে
সদাই আছত বাঁধা।।
কত ছলাকলা তোমারি কারণে
দানের আরতি তাই।”
চণ্ডীদাস বলে– “ঐছন পিরিতি
খুঁজিয়া পাইতে নাই।।”