• অঞ্জলি ভরি ফাগু লেই সখিগণে
    অঞ্জলি ভরি ফাগু লেই সখিগণে। রাই কানুর অঙ্গে দেই ঘনে ঘনে।। দোলোপরি দুহুঁ দোলত ভাল। গাওত কোই সখি ধরি তাল।। বাওত কত কত যন্ত্র সুরঙ্গ। বীণ রবাব স্বর-মণ্ডল উপাঙ্গ।। শোভিত তরুকুল বিকশিত ফুল। ঝঙ্কুর মধু-মদে সব অলিকুল।। মলয় পবন বহে যামুন-তীর। নাচত শিখিকুল কুঞ্জ-কুটীর।। বিলসই তঁহি দোলোপরি কান। ইহ নবকান্ত দুহুঁক গুণগান।। keyboard_arrow_right
  • কি বলিব সখি বিশাখা এমন
    কি বলিব সখি বিশাখা এমন করিলে বিষম কাজ। ঘুচাইলে মোর এ গুরু গৌরব ধৈরজ ধরম লাজ।। চারু চিত্রপট চাতুরি করি সে সোঁপিল আমার হাতে। কি দিব তুলনা অতি অপরূপ পুরুষ বিলসে তাথে।। প্রতি অঙ্গে কত অনঙ্গ মুরুছে সুচারু বদনশশী। সাধে সাধে মেনে তা পানে চাহিতে হিয়ায় রহল পশি।। ছাড়াইব বলি বিচারিতে চিতে পরাণ ছাড়িয়া যায়। […] keyboard_arrow_right
  • কুসুমিত কুঞ্জে অলিকুল গুঞ্জে
    কুসুমিত কুঞ্জে। অলিকুল গুঞ্জে।। মলয় সমীরে। বহে ধীরে ধীরে।। রসবতী সঙ্গে। রসময় রঙ্গে।। দুহুঁ বুকে বুকে। শূতলি সুখে।। ধরি কুচকলসে। ঘূমল অলসে।। কিশোরি কিশোর। নিন্দে ভেল ভোর।। রহলি আবেশে। দিন ভেল শেষে।। কাননদেবী কোকিল সেবি।। করায়লি গানে। জাগল কানে।। ধনি উঠি বৈঠে। কচালই দীঠে।। শেখর ঠাড়ি। লই জলঝারি।। দুহুঁ মুখ চাঁদে ধোই সুছাঁদে। পান কর্পূরে। […] keyboard_arrow_right
  • গৌর বরণ সোনা
    গৌর বরণ সোনা। ছটক চাঁদের জোনা। তরুণ অরুণ চরণে থির ভাবে বিয়াকুল মনা।। অরুণ নয়নে ধারা জনু সুরধুনী পারা। পুলকে গহন সিচয়ে সঘন মহী জিনি ভার ভরা। বদনে ঈষৎ হাসি তরুণী ধৈরজ নাশি। খেনে খেনে গদ গদ হরি বোল কাঁদনে ভুবন ভাসি।। গদাই ধরিয়া কোলে মধুর মধুর বোলে। আর কি আর কি করিয়া কাঁদয়ে না […] keyboard_arrow_right
  • চলহ সই জল ভরিতে যাই
    চলহ সই জল ভরিতে যাই যে ঘাটে চন্দন চূয়া ভাসে। কলসী ভাঙ্গিয়া ঝিকটি খেলিব যাবত কৃষ্ণ না আইসে।। এসহ সকল সখী বৈসহ আমার কাছে স্বপন কহি যে তোমার আগে। নিশি দুপহরে স্বপন দেখিনু বঁধুয়া শিয়রে জাগে।। শিয়রে বসিয়া ঈষৎ হসিয়া গায়েতে বুলায় হাত। সূতার সঞ্চার দ্বার নাহি নড়ে কোন পথে গেলা প্রাণনাথ।। ডাহুকী ডাকয়ে কোকিল […] keyboard_arrow_right
  • চলহ সই জল ভরিতে যাই
    চলহ সই জল ভরিতে যাই যে ঘাটে চন্দন চূয়া ভাসে। কলসী ভাঙ্গিয়া ঝিকটি খেলিব যাবত কৃষ্ণ না আইসে।। এসহ সকল সখী বৈসহ আমার কাছে স্বপন কহি যে তোমার আগে। নিশি দু’পহরে স্বপন দেখিনু বঁধুয়া শিয়রে জাগে।। শিয়রে বসিয়া ঈষৎ হাসিয়া গায়েতে বুলায় হাত। সূতার সঞ্চার দ্বার নাহি নড়ে কোন পথে গেলা প্রাণনাথ।। ডাহুকী জাকয়ে কোকিল […] keyboard_arrow_right
  • নিজ পতির বচন যেমন শেলের ঘা
    নিজ পতির বচন যেমন শেলের ঘা। তার আগে দাঁড়াইতে ভয়ে কাঁপে গা।। তাহে আর ননদিনী করে অপমান। তোমার পিরিতি লাগি রাখিয়াছি প্রাণ।। মোর দিব্য লাগে বন্ধু মোর দিব্য লাগে। চাঁদমুখ দেখি মরি দাঁড়াও মোর আগে।। এ তোমার ভুবন-মোহন রূপখানি। ভাবিতে ভাবিতে মোর দগধে পরাণি।। গুরু-ভয় লোক-লাজ নাহি পড়ে মনে। কাঠের পুতলী যেন থাকি রাতি দিনে।। […] keyboard_arrow_right
  • বরিহা গুঞ্জা মাল তহিঁ রঞ্জিত
    বরিহা গুঞ্জা- মাল তহিঁ রঞ্জিত কুন্তল বন্ধ সুভাতি। মৃগমদ বিরচিত তিলক বিরাজিত কাজর উজরণ কাঁতি।। দেখ সখি সুন্দর শ্যাম ত্রিভঙ্গী। মধুর অধর পর মুরলী বরধব রাধা রতিরস রঙ্গী।।ধ্রু।। মলয়জ কুঙ্কুম অঙ্গহি লেপন মণিময় হার সুকণ্ঠ। রসভরে অরুণ দৃগঞ্চল মন্থর কুণ্ডলে মণ্ডিত গণ্ড।। পীতাম্বর বর- কটিপর কিঙ্কিণী উরে লম্বিত বনমাল। রহই সুধীর নীপ অবলম্বন জ্ঞানদাস মন […] keyboard_arrow_right
  • বিপ্র-বৃন্দমভূদলঙ্কৃতি
    বিপ্র-বৃন্দমভূদলঙ্কৃতি- গোধনৈরপি পূর্ণম্। গায়নানপি মদ্বিধান্ ব্রজনাথ তোষয় তূর্ণম্।। সূনুরদ্ভুত-সুন্দরোহজনি নন্দরাজ তবায়ম্। দেহি গোষ্ঠ-জনায় বাঞ্ছিত- মুৎসবোচিত দায়ম্।।ধ্রু।। তাবকাত্মজ-বীক্ষণ-ক্ষণ- নন্দি মদ্বিধ-চিত্তম্‌।। যন্ন কৈরপি লব্ধমর্থিভি- রেতদিচ্ছতি বিত্তম্।। শ্রীসনাতন-চিত্ত-মানস- কেলি-নীল-মরালে। মাদৃশাং রতিরত্র তিষ্ঠতু সর্বদা তব বালে।। keyboard_arrow_right
  • ভজ মন নন্দ-কুমার
    ভজ মন নন্দ-কুমার। ভাবিয়া দেখহ ভাই গতি নাহি আর।।ধ্রু।। ধন জন পুত্র আদি কেবা আপনার। অতয়ে করহ মন হরি-নাম সার।। কুসঙ্গ ছাড়িয়া সদা সতসঙ্গে থাক। পরম নিপুণ হয়্যা নাথ বলি ডাক।। তাঁর লীলা-নাম-গানে সদা হও মত্ত।। সে চরণ-ধন পাবে হইবে কৃতার্থ।। কহে আত্মারাম মন কি বলিব তোরে। সংসার-যাতনা আর নাহি দিহ মোরে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ