চলহ সই জল ভরিতে যাই
যে ঘাটে চন্দন চূয়া ভাসে।
কলসী ভাঙ্গিয়া ঝিকটি খেলিব
যাবত কৃষ্ণ না আইসে।।
এসহ সকল সখী বৈসহ আমার কাছে
স্বপন কহি যে তোমার আগে।
নিশি দু’পহরে স্বপন দেখিনু
বঁধুয়া শিয়রে জাগে।।
শিয়রে বসিয়া ঈষৎ হাসিয়া
গায়েতে বুলায় হাত।
সূতার সঞ্চার দ্বার নাহি নড়ে
কোন পথে গেলা প্রাণনাথ।।
ডাহুকী জাকয়ে কোকিল কুহরে
চকোর ছাড়য়ে নিশ্বাস।
বাশুলী-চরণ শিরেতে বন্দিয়া
কহে বড়ু চণ্ডীদাস।।