চলহ দুলহ কুল-রামা।
উর বিনু শেজ পরশ নাহি দেয়বি
তব তুহুঁ বিদগধ-নামা।।
গুরুজন-নয়ন চৌকি ঘন দশ দিশ
অহনিশি রহত অগোর।
সো সব বারি আনি তোহে সোঁপলু
যশ অপযশ অব তোর।।
সখিগণ জীবন ধনি সরবস ধন
তনু জনু নব-নবনীত।
তুহুঁ গিরিবর-ধর এ অতি কাতর
ইথে লাগি চমকয়ে চীত।
সখিগণ মাঝে বিদিত তুয়া গুণ-গণ
পুন জনি কর পরকাশ।
সখি কর-তালি তরল দেই হাসব
কহতহি গোবিন্দ দাস।।