অপরূপ রমণী অভিলাষ। সঙ্কেত কাননে সেজ বিছাআই কানু মিলন প্রতিআশ।। মৃগমদচন্দন গন্ধ অনুলেপন বিকসিত চম্পক দাম। খপুর কপূর সম্পূট ভার রাখই পূরব মনমথ কাম।। মঙ্গল কলস পাশে ধরি রাখল রাখল রম্ভা রম্ভা ঠামে ঠাম। রতন পদীপ নীপতলে জারল চামর বীজ অনুপাম।। কনক দরপর-রতন পরিভাজন। নিরমঞ্ছন অভিলাষ। সম্বাদ পাই মিলল বর নাগরী কহলহিঁ গোবিন্দদাস।।
keyboard_arrow_right