গৌর বরণ সোনা।
ছটক চাঁদের জোনা।
তরুণ অরুণ চরণে থির
ভাবে বিয়াকুল মনা।।
অরুণ নয়নে ধারা
জনু সুরধুনী পারা।
পুলকে গহন সিচয়ে সঘন
মহী জিনি ভার ভরা।
বদনে ঈষৎ হাসি
তরুণী ধৈরজ নাশি।
খেনে খেনে গদ গদ হরি বোল
কাঁদনে ভুবন ভাসি।।
গদাই ধরিয়া কোলে
মধুর মধুর বোলে।
আর কি আর কি করিয়া কাঁদয়ে
না জানি কি রসে ভুলে ।।
যে জানে সে জানে হিয়া
সে রসে মজিল ধিয়া।
এ যদুনন্দন ভনয়ে আজুলি
ওই না গোকুলপিয়া।।