অধরে অধর দুহুঁ ধরি। শুতিয়াছে কিশোর কিশোরী।। ভুজে ভুজে দোহেঁ দোহাঁ বান্ধি। পবন পশিতে নাহি সান্ধি।। চিকুরে চিকুরে এক করি। শুতিয়াছে তাহারই উপরি।। রাইকুচহিয়ার মাঝারে। পশিয়াছে শ্যাম-কলেবরে।। হিয়ার মাঝারে রৈল পশি। নীল-হেমগিরি মাঝে শশী।। বলয়া কিঙ্কিণী তাহে লাগে। দুহুঁ তনু এক অনুরাগে।। চরণে চরণে একাকারে। কেবা তাহা ছাড়াবারে পারে।। এক তনু ধরি যদি টানে। দুহুঁ […]
keyboard_arrow_right