• অকরুণ অরুণ উদয় ভেল রে সখি
    অকরুণ অরুণ উদয় ভেল রে সখি ঘোষ-ঘরে রাজন বাজে। দাম-শ্রীদাম সুদাম মহাবল ধাওত নিজ নিজ সাজে।। সখি হে লাজ-বদনে দেই ছাই। চল চল সভে মিলি অক্রূর-চরণে ধরি সবিনয়ে বন্ধুরে ফিরাই।।ধ্রু।। নন্দ মন্দ-মতি অবুধিনি যশোমতি রিপু-পুরে তনয় সাজায়। কোই নাহি ঐছন হিত-বচন পুন যশোমতি শ্রবণে বুঝায়।। দ্বিজ-কুল পাগল পঢ়ত সুমঙ্গল ধিক্ ধিক্ সবহুঁ গেয়ানে। চন্দ্রশেখর ভণে […] keyboard_arrow_right
  • অবলা সে বিষ্ণুপ্রিয়া তুয়া গুণ সোঙারিয়া
    অবলা সে বিষ্ণুপ্রিয়া তুয়া গুণ সোঙারিয়া মূরছি পড়ল ক্ষিতিতলে। চৌদিকে সখীগণ ঘিরি করে রোদন তূলা ধরি নাসার উপরে। তুয়া বিরহানলে অন্তর জর জর দেহ ছাড়া হইল পরাণি। নদীয়ানিবাসী যত তারা ভেল মূরছিত না দেখিয়া তুয়া মুখখানি।। শচী বৃদ্ধা আধমরা দেহ তার প্রাণছাড়া তার প্রতি নাহি তোর দয়া। নদীয়ার সঙ্গিগণ কেমনে ধরিবে প্রাণ কেমনে ছাড়িলা তার […] keyboard_arrow_right
  • আঘণ মাস রাস রস-সায়র
    আঘণ মাস রাস রস-সায়র নায়র মথুরা গেল। পুর-রঙ্গিণিগণ পুরল মনোরথ বৃন্দাবন বন ভেল।। আওল পৌষ তুষার-সমীরণ হিমকর-হিম অনিবার। নাগরি-কোরে ভোরি রহু নাগর করব কোন পরকার।। মাঘে নিদাঘ কউন পতিয়ায়ব আতপ মন্দ বিকাশ। দিনমণি-তাপ নিশাপতি চোরল কানু বিনু সঘন হুতাশ।। ফাগুনে গুনিগুনি গুণমণি-গুণগণ ফাগুয়া-খেলন রঙ্গ। বিরহ-পয়োধি অবধি নাহি পাইয়ে দুরতর মদন-তরঙ্গ।। আওত চৈত চীত কত বারব […] keyboard_arrow_right
  • আজিকার স্বপনের কথা শুনো লো মালিনী
    আজিকার স্বপনের কথা শুনো লো মালিনী নিমাই আসিয়াছিল ঘরে। আঙ্গিনাতে দাঁড়াইয়া গৃহপানে নেহারিয়া মা বলিয়া ডাকিল আমারে।। ঘরেতে শুইয়া ছিলাম অচেতনে বাহির হৈলাম নিমাইর গলার সাড়া পাইয়া। আমার চরণের ধূলি নিল নিমাই শিরে তুলি পুনঃ কাঁদে গলাটি ধরিয়া।। তোমার প্রেমের বশে ফিরি আমি দেশে দেশে রহিতে নারিলাম নীলাচলে। তোমারে দেখিবার তবে আসিলাম নৈদ্যাপুরে কাঁদিতে কাঁদিতে […] keyboard_arrow_right
  • আরে মোর আচার্য্য ঠাকুর
    আরে মোর আচার্য্য ঠাকুর। দয়ার সাগরবর জগ ভরি বিথারল রাধাকৃষ্ণ লীলারস পূর।। গৌরাঙ্গ চাঁদের হেন নিরূপম গুণ গণ দ্বিজরাজ গৌড় ভুবনে । মল্লভূপতি আদি হরিরসে উনমাদি ভেল যার করুণা কিরণে।। যত্ন করিয়া অতি রস লীলা গ্রন্থ ততি বৃন্দাবন ভূমি সঞে আনি। রাধাকৃষ্ণ রসলীলা দেশে দেশে প্রচারিলা আস্বাদন করিয়া আপনি।। এমন দয়াল পহু চক্ষু ভরি না […] keyboard_arrow_right
  • আরে মোর গৌরকিশোর
    আরে মোর গৌরকিশোর। স্বরূপের কান্ধে পহুঁ ভুজযুগ আরোপিয়া নবমী দশায় ভেল ভোর।।ধ্রু।। পড়িয়া ক্ষিতির পরে মুখে বাক্য নাহি সরে সাহসে পরশে নাহি কেহ। সোনার গৌরহরি কহে হায় মরি মরি তন্তুক দোসর ভেল দেহ।। থির নয়ন করি মথুরার নাম ধরি রোয় পহুঁ হা নাথ বলিয়া। বসু রামানন্দ ভণে গৌরাঙ্গ এমন কেনে না বুঝিনু কিসের লাগিয়া।। keyboard_arrow_right
  • আরে মোর শ্রীরূপ গোসাঞি
    আরে মোর শ্রীরূপ গোসাঞি। গৌরাঙ্গ চাঁদের ভাব প্রচার করিয়া সব জানাইতে হেন আর নাই।। বৃন্দাবন নিত্যধাম সর্ব্বোপরি অনুপাম সর্ব্ব অবতরী নন্দসুত। তার কান্তাগণাধিকা সর্ব্বারাধ্যা শ্রীরাধিকা তার সখীগণ সঙ্গ যূথ।। রাগ মার্গে তাহা পাইতে যাহার করুণা হৈতে বুঝিল পাইল যত জনা। এমন দয়ালু ভাই কোথাও দেখিয়ে নাই তার পদ করহ ভাবনা।। শ্রীচৈতন্য আজ্ঞা পাঞা ভগবত বিচারিয়া […] keyboard_arrow_right
  • কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ আছাড়িয়া
    কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ আছাড়িয়া লোটাঞা লোটাঞা ক্ষিতিতলে। ওহে নাথ কি করিলে পাথারে ভাসাঞা গেলে কাঁদিতে কাঁদিতে ইহা বলে।। এ ঘর জননী ছাড়ি মোরে অনাথিনী করি কার বোলে করিলা সন্ন্যাস। বেদে শুনি রঘুনাথ লইয়া জানকী সাথ তবে সে করিলা বনবাস।। পূরুবে নন্দের বালা যবে মধুপুর গেলা এড়িয়া সকল গোপীগণে। উদ্ধবেরে পাঠাইয়া নিজতত্ত্ব জানাইয়া রাখিলেন […] keyboard_arrow_right
  • কান্দে ব্রজেশ্বরী উচ্চ স্বর করি
    কান্দে ব্রজেশ্বরী উচ্চ স্বর করি কোথা রে গোকুলচন্দ। ভুলি কারে বোলে ঝাঁপ দিয়া জলে ভুজগে হইলা বন্ধ।। অপুত্রক হৈয়া মন্দির লইয়া আছিলুঁ পরম সুখে। পুত্র হইয়া তুমি জঠরে জনমি শেল দিয়া গেলে বুকে।। নিদারুণ বিধি এ বাদ সাধিলা বিচারিলা অদভুত। কি দোষ পাইয়া লইলা কাড়িয়া আমার সোনার সুত।। শিরে কর হানে বিষজল পানে সঘনে ধাইয়া […] keyboard_arrow_right
  • কি মধুর মধুর বয়স নব কৈশোর
    কি মধুর মধুর বয়স নব কৈশোর মুরতি জগ মনোহারি। কি দিয়া কেমনে বিধি নিরমিল গোরা তনু আকুল কুলবতী নারী।।ধ্রু।। বিফলে উদয় করে গগনে সে শশধরে গোরা রূপে আলা তিনলোকে। তাহে এক অপরূপ যেবা দেখা গোরামুখ মনের আন্ধার নাহি থাকে।। ঢল ঢল হেম জিনি জিতি মণি কিয়ে থির দামিনী বরণক আভা। তাহে নাগরালি বেশ ভুলাইল সব […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ