কি মধুর মধুর বয়স নব কৈশোর
মুরতি জগ মনোহারি।
কি দিয়া কেমনে বিধি নিরমিল গোরা তনু
আকুল কুলবতী নারী।।ধ্রু।।
বিফলে উদয় করে গগনে সে শশধরে
গোরা রূপে আলা তিনলোকে।
তাহে এক অপরূপ যেবা দেখা গোরামুখ
মনের আন্ধার নাহি থাকে।।
ঢল ঢল হেম জিনি জিতি মণি কিয়ে থির
দামিনী বরণক আভা।
তাহে নাগরালি বেশ ভুলাইল সব দেশ
মদন মনোহর শোভা।।
যতি সতী মতি হত গেল মেনে কুলব্রত
আইল জগত-চিত চোর।
হরেকৃষ্ণ দাস কয় গোরা না ভজিলে নয়
এ ঘর করণে দেহ ডোর।।