আরে মোর শ্রীরূপ গোসাঞি।
গৌরাঙ্গ চাঁদের ভাব প্রচার করিয়া সব
জানাইতে হেন আর নাই।।
বৃন্দাবন নিত্যধাম সর্ব্বোপরি অনুপাম
সর্ব্ব অবতরী নন্দসুত।
তার কান্তাগণাধিকা সর্ব্বারাধ্যা শ্রীরাধিকা
তার সখীগণ সঙ্গ যূথ।।
রাগ মার্গে তাহা পাইতে যাহার করুণা হৈতে
বুঝিল পাইল যত জনা।
এমন দয়ালু ভাই কোথাও দেখিয়ে নাই
তার পদ করহ ভাবনা।।
শ্রীচৈতন্য আজ্ঞা পাঞা ভগবত বিচারিয়া
যত ভক্তি সিদ্ধান্তের খনি।
তাহা উঠাইয়া কত নিজ গ্রন্থ করি যত
জীবে দিলা প্রেম চিন্তামণি।।
রাধাকৃষ্ণ রসকেলি নাট্য গীত পদ্যাবলি
শুদ্ধ পরকীয়া মত করি।
চৈতন্যের মনোবৃত্তি স্থাপন করিলা খিতি
আস্বাদিয়া তাহার মাধুরী।।
চৈতন্য বিরহে শেষ পাই অতিশয় ক্লেশ
তাহে যত প্রলাপ বিলাপ।
সে সব কহিতে ভাই দেহে প্রাণ রহে নাই
এ রাধাবল্লভ হিয়ে তাপ।।