আরে মোর শ্রীরূপ গোসাঞি। গৌরাঙ্গ চাঁদের ভাব প্রচার করিয়া সব জানাইতে হেন আর নাই।। বৃন্দাবন নিত্যধাম সর্ব্বোপরি অনুপাম সর্ব্ব অবতরী নন্দসুত। তার কান্তাগণাধিকা সর্ব্বারাধ্যা শ্রীরাধিকা তার সখীগণ সঙ্গ যূথ।। রাগ মার্গে তাহা পাইতে যাহার করুণা হৈতে বুঝিল পাইল যত জনা। এমন দয়ালু ভাই কোথাও দেখিয়ে নাই তার পদ করহ ভাবনা।। শ্রীচৈতন্য আজ্ঞা পাঞা ভগবত বিচারিয়া […]
keyboard_arrow_right