আনন্দ কন্দ নিতাই চন্দ
অরুণ নয়ন বরুণছন্দ
করুণ পূর সঘনে ঝুর
হরি হরি ধনি বোল রে।
নটন রঙ্গ ভকত সঙ্গ
বিবিধ ভান রসতরঙ্গ
ঈষত হাস মধুর ভাষ
সঘনে গীম দোল রে।।
পতিত কোর জপত গৌর
এ দিন রজনি আনন্দে ভোর
প্রেম রতন করিয়া যতন
জগজনে করু দান রে।
কীর্ত্তন মাঝ রসিকরাজ
যৈছন কনয়াগিরি বিরাজ
ব্রজবিহার রসবিথার
মধুর মধুর গান রে।।
ধূলি ধূসর ধরণি উপর
কবহুঁ লুঠত প্রেমে গরগর
কবহুঁ চলত কবহুঁ খলত
কবহুঁ অট্টহাস রে।
কবহুঁ স্বেদ কবহুঁ খেদ
কবহুঁ পুলক স্বর বিভেদ
কবহুঁ লম্ফ কবহুঁ ঝম্ফ
কবহুঁ দীঘ শ্বাস রে।।
করুণাসিন্ধু অখিল বন্ধু
কলিযুগতম হরণ ইন্দু
জগত লোচন পটল মোচন
নিতাই পুরল আশ রে।
অন্ধ অধম দীন দুরজন
প্রেমদানে করল মোচন
পাওল জগত কেবল বঞ্চিত
এ রাধাবল্লভ দাস রে।।