আট রন্ধ্রে আট গুণের মহিমা
পাঁচ রস করে গান।
এ রাগ-রাগিণী প্রথম আঁখর
কনিষ্ঠ অঙ্গুলি তান।।
তাথে মধু আছে অঙ্গুলির কাছে
অতি সে সুস্বরে বটে।
রাই-করে ধরি রসিক মুরারি
গানের মাধুরী উঠে।।
গাও গাও কিছু মধুর মধুর
কালিয়া আঁখর শুনি।
প্রেমরসে রাধা আবেশ হইয়া
কহেন একটি বাণী।।
রাধ্যাশ্যাম বলি বাজয়ে মুরলী
যমুনা উজান ধরে।
খগ মৃগ পাখী দুসারি কাননে
বাঁশীটি শুনিয়া ঝুরে।।
একবার রাই বাঁশী ফুঁক দিল
পুনঃ ফুক দেয় শ্যাম।
মধুর মধুর ঐ রাগ-রাগিনী
বাজাই অনুহিপাম।।
রাধা নাম ক্ষেণে শ্যাম নাম ক্ষেণে
যেমন রসের বাঁশী।
চণ্ডীদাস কহে দুঁহু সে রসিক
মরমে মরমে পশি।।